ফটোসাংবাদিক মনোয়ার আর নেই

প্রকাশঃ মে ২১, ২০১৫ সময়ঃ ২:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

monoyarজাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য বিশিষ্ট ফটোসাংবাদিক মনোয়ার আহমদ আর নেই।

বুধবার রাত ১২টায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজেউন)।

লিভারের জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় শেষ শ্রদ্ধা জানানোর পর জানাযা শেষে তাকে আজিমপুর গোরস্থানে দাফন করা হয়েছে।

মনোয়ার আহমদের মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

১৯৬৩ সালে সাপ্তাহিক পূর্বদেশ পত্রিকায় তিনি সাংবাদিকতা জীবন শুরু করেন। তার উল্লেখ্যযোগ্য প্রকাশনার মধ্যে রয়েছে ভাষা আন্দোলনের সচিত্র দলিল, সিলভার ফেসেস ইন স্টিল, স্থিরচিত্রে রূপালী মুখ, ঢাকার পুরানো কথা, বাংলাদেশের উপজাতীয় সংস্কৃতি।
তিনি জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের ওরিয়েন্টাল বার্ড ক্লাব অব বেডফোর্ডশায়ার-এর সদস্যপদ লাভ করেন।
প্রতিক্ষণ/এডি/নুর/বাদল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G