ফিরে আসছে নোকিয়া ৩৩১০

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৭ সময়ঃ ৬:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৯ অপরাহ্ণ

$_3এই মুহূর্তে তথ্য প্রযুক্তির জগতের সবচেয়ে বড় খবর হল নোকিয়ার ৩৩১০ মডেলের মোবাইল ফোনটি আবারো বাজারে ফিরে আসছে। বিশ্ব মোবাইল কংগ্রেস অনুষ্ঠানে জানানো হয় ফিনল্যান্ডে প্রস্তুতকৃত এই ঐতিহাসিক মডেলের ফোনটি এ মাসের শেষ নাগাদ বাজারজাত করা হবে।

২০০০ সালে সর্বপ্রথম ৩৩১০ মডেলের মুঠোফোনটি বাজারে ছাড়ে নোকিয়া। একবার চার্জ দিলে ফোনটি চলত অনেকক্ষণ। হাত থেকে পড়ে গেলে সহজে ভাঙতো না, তেমন কোন ক্ষতিও হতো না। আর এটি জনপ্রিয় হবার আরেকটি কারন হল ‘স্নেক’ গেম।

ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেয় এই ফোন। তবে নতুন করে বাজারে আসলে এতে কি কি ফিচার যুক্ত হবে তা এখনো খোলাসা করে নি নোকিয়া কর্তৃপক্ষ। একটি সূত্র জানায় এর দাম ৫০০০ টাকার মতো হবে।

ফিচারনোকিয়া ৩৩১০আইফোন ৭
ব্যাটারিদীর্ঘস্থায়ীক্ষণস্থায়ী
সেরা গেমস্নেকপোকেমন গো
ক্যামেরানাই১২ মেগাপিক্সেল
দাম৫০০০ টাকা (আনুমানিক)৬০০০০ টাকা থেকে শুরু
সহনশীলতানিশ্চিন্তে ঘরের মেঝেতে আছাড় দেয়া যায়হাত থেকে পড়লে পর্দা ফেটে যাবে
ওজন১৩৩ গ্রাম১৩৮ গ্রাম

প্রতিক্ষণ/এডি/নাজমুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G