বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ হওয়ায় ভারতীয় গণমাধ্যমের তীব্র প্রতিক্রিয়া

প্রথম প্রকাশঃ জানুয়ারি ৫, ২০২৬ সময়ঃ ৯:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩০ অপরাহ্ণ

বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্রিকেট অঙ্গনে। এই ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার দেশে আইপিএলের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক সরকারি নির্দেশনায় জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের কোনো ম্যাচ বা অনুষ্ঠান বাংলাদেশের টেলিভিশন কিংবা অন্য মাধ্যমে সম্প্রচার করা যাবে না।

সরকারি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। এতে বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছে বলে উল্লেখ করা হয়। জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

এই ঘোষণার পর ভারতীয় গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। একাধিক শীর্ষ সংবাদমাধ্যম বিষয়টিকে কেবল ক্রিকেটীয় সিদ্ধান্ত নয়, বরং কূটনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটেও বিশ্লেষণ করছে। পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ করা হচ্ছে।

এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আরও এক ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে চিঠিও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে নেওয়া এই সিদ্ধান্তগুলো দুই দেশের ক্রিকেট সম্পর্কের ওপর কী প্রভাব ফেলবে—তা নিয়ে আলোচনা এখন তুঙ্গে।

প্রতি /এডি /শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G