বাংলাদেশ না খেললে বদলাতে পারে বিশ্বকাপ চিত্র, ইঙ্গিত পাকিস্তানের

প্রথম প্রকাশঃ জানুয়ারি ১৮, ২০২৬ সময়ঃ ৭:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৮ অপরাহ্ণ

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে নতুন করে জটিলতা তৈরি হয়েছে আয়োজক দেশ ভারতকে ঘিরে। নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ যদি ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে নিজের অংশগ্রহণ নিয়েও পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান।

বর্তমান সূচি অনুযায়ী টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা ৭ ফেব্রুয়ারি, আয়োজক ভারত। তবে সীমান্ত ও নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান আগেই ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয়, ফলে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের পরিকল্পনা করা হয়।

এর মধ্যেই নতুন করে বিতর্ক তৈরি হয় আইপিএলে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তার কারণ দেখিয়ে বাদ দেওয়ার ঘটনায়। বিষয়টিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে জানায়—যদি একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে পুরো দল, কর্মকর্তা ও সমর্থকদের নিরাপত্তা কীভাবে দেওয়া হবে—এ প্রশ্ন থেকেই যায়। এ কারণেই বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে অনিচ্ছার কথা স্পষ্ট করে দেয়।

এই অবস্থায় আইসিসি পরিস্থিতি সামাল দিতে চেষ্টা চালালেও বাংলাদেশ তাদের অবস্থান থেকে সরে আসেনি। আর এখানেই নতুন মোড় নেয় বিষয়টি। পাকিস্তানের গণমাধ্যম জিও সুপার ও টেলিকমএশিয়া ডটনেট জানিয়েছে, বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগকে যুক্তিসংগত মনে করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সংবাদমাধ্যমগুলোর বরাতে বলা হয়েছে, যদি বাংলাদেশের সমস্যার সমাধান না হয়, তাহলে পাকিস্তানও টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত নতুন করে ভাবতে পারে। ইসলামাবাদ মনে করে, নিরাপত্তা প্রশ্নে কোনো দলকে জোর করা উচিত নয়।

সূত্র জানায়, এই বিষয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরকারি পর্যায়েও যোগাযোগ হয়েছে এবং বাংলাদেশকে সমর্থনের বার্তা দিয়েছে পাকিস্তান। শেষ পর্যন্ত পরিস্থিতির সমাধান না হলে, বিশ্বকাপ ঘিরে আইসিসির সামনে বড় চ্যালেঞ্জ তৈরি হতে পারে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G