বাংলামোটরে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ৬

প্রকাশঃ সেপ্টেম্বর ১২, ২০২৫ সময়ঃ ৭:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

রাজধানীর বাংলামোটরে শুক্রবার দুপুরে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ‘নিষিদ্ধ’ ঘোষিত আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী। মিছিল শেষে পুলিশ ছয়জনকে আটক করেছে, সঙ্গে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

দুপুর আড়াইটার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে জড়ো হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে মিছিল নিয়ে যান। মিছিলে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় এক নেতা অভিযোগ করেন, “অবৈধ সরকার দেশে বিরোধী কণ্ঠ দমন করছে। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের হাজারো নেতাকর্মীকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। এর প্রতিবাদেই আমরা রাস্তায় নেমেছি।”

তিনি আরও জানান, দুপুর ২টার পর থেকে বাংলামোটরে লোকজন জড়ো হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই আশপাশের অনেক মানুষও তাঁদের সঙ্গে মিছিলে যোগ দেন।

চাক্ষুষ সাক্ষী পুরাতন এলিফ্যান্ট রোডের বোরাক টাওয়ারের এক কর্মচারী বলেন, “হঠাৎ দেখি প্রায় হাজারখানেক লোক ‘শেখ হাসিনা, শেখ হাসিনা’ স্লোগান দিয়ে বাংলামোটরের দিক থেকে আসছে। তাঁদের মুখে ছিল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘হঠাও ইউনূস, বাঁচাও দেশ’—এমন নানা স্লোগান।”

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, “বাংলামোটর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছয়জনকে আটক করা হয়েছে এবং একটি বাইক জব্দ করা হয়েছে।”

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G