বিএনপির সদস্যদের হাতে লাঞ্ছিত ব্যারিস্টার ফুয়াদ

প্রকাশঃ ডিসেম্বর ৮, ২০২৫ সময়ঃ ৯:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৪ অপরাহ্ণ

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে পুলিশের উপস্থিতে লাঞ্ছিত করেন স্থানীয় বিএনপির সদস্যরা। তবে তারা বলছে, এটা নাকি করেছে স্থানীয় মানুষ। স্যোশাল মিডিয়ার এই যুগে সাজানো কোনো গল্প বলার সুযোগ নেই। বিষয়টি এখন রীতিমত ভাইরাল।
তাঁর অপরাধ,স্থানীয় চাঁদাবাজদের বিষয়টি সবার নজরে এনেছেন।

বরিশাল বাবুগঞ্জ উপজেলার মিরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান শেষে ব্যারিস্টার ফুয়াদ মিডিয়ার সামনে এ সেতু নির্মাণে স্থানীয় ঠিকাদারদের
ইট-বালি-সিমেন্ট তাদের কাছ থেকে কেনার জন্য যে চাপ প্রয়োগ চলছে সেই বিষয়টিই তাঁর বক্তব্যে তুলে ধরেন। ঠিক তার পর পরই বিএনপির কর্মীরা
তাঁর ওপর চড়াও হয়।
উল্টো বিএনপির আহ্বায়ক আতিকুরের অভিযোগ,“ব্যারিস্টার ফুয়াদ যদি এই মিথ্যা বক্তব্যের জন্য ক্ষমা না চান তাহলে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে”।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G