বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সব মামলা তুলে নেওয়া হবে: মির্জা ফখরুল
প্রতিক্ষণ ডেস্ক
বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, ‘বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করে হয়রানি করার কোনো ইচ্ছা আমাদের নেই। বরং বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা তুলে নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা ঐক্য ও গণতন্ত্রের রাজনীতি করতে চাই। দেশকে শান্তির পথে ফিরিয়ে আনতে হলে প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে।’
এ সময় আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক কর্মপন্থার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘লকডাউনের নামে আর পাগলামি করা যাবে না। জনগণ এসব আর সহ্য করবে না।’
জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলের সাম্প্রতিক দাবিদাওয়ার প্রসঙ্গেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘কিছু দল জোর করে নিজেদের দাবি প্রতিষ্ঠা করতে চায়, যা জনগণের সমর্থন পায় না। দেশের সাধারণ মানুষ পিআর বা গণভোটের মতো জটিল বিষয় বোঝে না, তারা চায় ন্যায়বিচার, স্বাধীনতা আর স্বাভাবিক জীবন।’












