বিলভরা মাছ, হাতে পলো—কলারোয়ায় ঐতিহ্যবাহী উৎসব

প্রকাশঃ নভেম্বর ৫, ২০২৫ সময়ঃ ১১:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

সাতক্ষীরা জেলার কলারোয়ায় এবারও আয়োজিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘পলো বাওয়া’ উৎসব। মাস ধরে চলা এই মাছ শিকারের উৎসবে অংশ নেন কয়েক হাজার স্থানীয় ও আশপাশের এলাকার মানুষ।

ভাড়কীর বিল, নোয়াকাটি বিল, কাজিরহাট বিল ও কায়বা কোলনী বিলজুড়ে চলে এ আয়োজন। শীতের সময় পানি কমে গেলে বিলের নির্দিষ্ট দিনে ঘোষণার মাধ্যমে শুরু হয় পলো দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা—যা সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলে।

উৎসবের আয়োজকদের মধ্যে চন্দনপুর গ্রামের রিপন, আলমগীর হোসেন ও সাব্বির হোসেনসহ অনেকে জানান—এ আয়োজন শুধু বিনোদন নয়, বরং গ্রামবাংলার এক পুরোনো ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার উদ্যোগ। পাশাপাশি চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের বিরুদ্ধে সচেতনতা তৈরিও তাদের উদ্দেশ্য।

গ্রামবাসী বলেন, কলারোয়াসহ আশপাশের বড় বড় বিলগুলোতে ধান চাষ না হওয়ায় বর্ষাকালে সেখানে প্রচুর মাছ জন্মায়। সেই জলাশয় শুকিয়ে এলে শিকারিরা পলো হাতে উৎসবে নেমে পড়েন।

আলমগীর হোসেন জানান, “আশানুরূপ মাছ পাওয়া গেলেও উন্মুক্ত জলাশয়ে ক্ষতিকর জাল ব্যবহারের কারণে মাছের পরিমাণ কমতে শুরু করেছে।”

মিডিয়া ব্যক্তিত্ব সাব্বির হোসেন বলেন, “সাতক্ষীরায় এখনো এই ঐতিহ্য টিকে আছে—এটাই গর্বের। প্রায় ১–২ হাজার মানুষ এতে অংশ নেয়—অত্যন্ত আনন্দের ব্যাপার।”

উৎসবে অংশ নেওয়া অনেকে জানান, যান্ত্রিক জীবনে ভুলে যাওয়া শৈশবের স্মৃতি আবার ফিরে আসে এই পলো বাওয়ার দিনে—এ যেন এক উৎসবের স্মৃতিকথা।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G