টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিলেও, শেষ পর্যন্ত ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তেই অটল থাকল সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবির শীর্ষ কর্মকর্তারা। বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা জানান, বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে, তবে ভারতে নয়।
আসিফ নজরুল বলেন, সরকারের পক্ষ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ রয়েছে, তা এখনো কাটেনি। তাঁর ভাষায়, “এটি কোনো অনুমানভিত্তিক আশঙ্কা নয়, বাস্তব অভিজ্ঞতা থেকেই এই সিদ্ধান্ত।”
তিনি আরও বলেন, ভারতের মাটিতে খেলতে গিয়ে বাংলাদেশের এক শীর্ষ ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। উগ্রবাদী চাপের মুখে তাকে দেশ ছাড়তে বলা হয়েছিল। এমন পরিস্থিতিতে পুরো দল, টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে—এমন কোনো বিশ্বাসযোগ্য নিশ্চয়তা আইসিসি কিংবা ভারত সরকার দিতে পারেনি।
ক্রীড়া উপদেষ্টার বক্তব্যের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তিনি জানান, বাংলাদেশ এখনো শ্রীলঙ্কাকেই বিশ্বকাপের ভেন্যু হিসেবে চায় এবং এ দাবিতে আইসিসির সঙ্গে আলোচনা চালিয়ে যাবে।
এর আগে আইসিসির বৈঠকে বিসিবি সভাপতিকে এক দিনের সময় দেওয়া হয়েছিল, যাতে তিনি সরকারের সঙ্গে কথা বলে ভারতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার চেষ্টা করেন। তবে সব দিক বিবেচনায় নিয়ে আজ সরকার ও বিসিবি একসুরে জানিয়ে দিয়েছে—নিরাপত্তা প্রশ্নে আপস নয়, ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ।
প্রতি / এডি /শাআ