বেনিনকে হারিয়ে শেষ আটে মিসর, ইতিহাস গড়লেন সালাহ

প্রথম প্রকাশঃ জানুয়ারি ৬, ২০২৬ সময়ঃ ৪:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৬ অপরাহ্ণ

আফ্রিকা কাপ অব নেশন্সের শেষ ষোলোর ম্যাচে নাটকীয় লড়াইয়ে বেনিনকে ৩–১ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মিসর। ম্যাচটিতে গোল করে টুর্নামেন্ট ইতিহাসে বিশেষ মাইলফলক ছুঁয়েছেন তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।

নির্ধারিত সময় শেষে ম্যাচটি ১–১ সমতায় থাকায় লড়াই গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে দুই দফা আক্রমণে জয় ছিনিয়ে নেয় মিসর।

প্রথমার্ধে দুই দলই সতর্ক ফুটবল খেলায় ব্যস্ত থাকলেও গোলের দেখা মেলেনি। দ্বিতীয়ার্ধের ৬৯তম মিনিটে মারওয়ান আতিয়ার গোলে এগিয়ে যায় মিসর। তবে ম্যাচের শেষ দিকে, ৮৩তম মিনিটে জোডেল ডসো গোল করে বেনিনকে সমতায় ফেরান।

সমতায় নির্ধারিত সময় শেষ হলে অতিরিক্ত সময়ে শক্তি বাড়ায় মিসর। ৯৭তম মিনিটে ইব্রাহিম গোল করে দলকে আবার এগিয়ে দেন। এরপর ১২৪তম মিনিটে গোল করে জয় নিশ্চিত করেন সালাহ।

এই গোলের মাধ্যমে আফ্রিকান কাপের ইতিহাসে মিসরের তৃতীয় খেলোয়াড় হিসেবে দুই অঙ্কের গোলের মাইলফলক স্পর্শ করলেন সালাহ। টুর্নামেন্টে তার মোট গোল এখন ১০টি। তার ওপরে আছেন কেবল হাসান এল শাজলি ও হোসাম হাসান।

শেষ আটে মিসরের প্রতিপক্ষ নির্ধারিত হবে বুরকিনা ফাসো ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের মাধ্যমে।

এদিকে রাতের আরেক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে মোজাম্বিককে ৪–০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নাইজেরিয়া।

প্রতি / এডি /শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G