মুখ্যমন্ত্রীর মৃত্যুতে তিনদিনের শোক

প্রকাশঃ ডিসেম্বর ৬, ২০১৬ সময়ঃ ১০:২১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৫ অপরাহ্ণ

jayalalitiaভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা ৬৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুতে তামিলনাড়ুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মারা যান তিনি। 

রোববার বিকেলে জয়ললিতা হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়, জয়ললিতার অবস্থা অত্যন্ত সংকটজনক। তাঁকে লাইফসাপোর্টে রাখা হয়। জয়ললিতার চিকিৎসার জন্য গঠন করা হয় মেডিকেল টিম। ওই মেডিকেল টিমে ছিলেন কার্ডিওলজিস্ট, পালমোনোলজিস্টসহ বিশেষজ্ঞরা।

চিকিৎসকদের পক্ষ থেকে গতকাল সোমবার সকালে এক বিবৃতিতে জানানো হয়, তারা তাদের সাধ্যমতো চেষ্টা চালাচ্ছেন। যোগাযোগ করা হয়েছে লন্ডনের চিকিৎসক ডক্টর রিচার্ড বিলের সঙ্গে। লন্ডনের চিকিৎসক ডক্টর রিচার্ড বিলও একসময় জানিয়ে দেন, জয়ললিতার অবস্থা অত্যন্ত সংকটজনক।

অন্যদিকে হাসপাতাল সূত্রে জানা যায়, জয়ললিতাকে এক্সট্রাকরপোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশনে রাখা হয়েছে। মূলত এটা হার্ট অ্যাসিস্ট ডিভাইস। উল্লেখ্য, গত দুই মাসের বেশি সময় ধরে শারীরিক অসুস্থতাজনিত কারণে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা চলছিল জয়ললিতার। জ্বর এবং ডিহাইড্রেশনে আক্রান্ত হয়ে গত ২২ সেপ্টেম্বর চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় জয়ললিতাকে। এর পর তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে।

জয়ললিতার মৃত্যুতে তামিলনাড়ুজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কড়া নজর রেখে চলেছে প্রশাসন। জয়ললিতার মৃত্যুর খবরে ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা-নেত্রীরা শোক প্রকাশ করেছেন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G