যে রঙের পোশাকে নিমিষেই ঢেকে যাবে ক্লান্তি

প্রকাশঃ অক্টোবর ১, ২০২৫ সময়ঃ ৭:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

ছবি: লা রিভ ও কে ক্রাফট

অফিসের চাপ, রাত জাগা কিংবা সারাদিনের ব্যস্ততায় ক্লান্তি চেহারায় স্পষ্ট হয়ে ওঠে। তবে আশ্চর্যের বিষয় হলো—শুধু সঠিক রঙের পোশাক পরেই অনেক সময় ক্লান্তি ঢেকে দেওয়া যায়। এ ধারণাকেই বলা হয় ‘ডোপামিন ড্রেসিং’, যেখানে পোশাকের রং মন ভালো করে দেয়, চেহারায় আনে সতেজতা।

 

🌼 হলুদ

হলুদকে বলা হয় রোদ্রের রং। এটি সৃজনশীলতা, আনন্দ ও আশাবাদ বাড়ায়। হালকা হলুদ উজ্জ্বল ত্বকে মানায়, আর শ্যামলা বা গাঢ় ত্বকে সরিষা হলুদ বিশেষভাবে মানানসই।

🤎 বাদামি

মাটির প্রতীক এই রং স্থিরতা ও শান্তির অনুভূতি আনে। ক্লান্তি কমাতে কার্যকর। তবে একঘেয়েমি এড়াতে বাদামির সঙ্গে বার্গান্ডি বা উজ্জ্বল রঙ মিলিয়ে নেওয়া যায়।

🔴 লাল

শক্তি, আত্মবিশ্বাস আর উদ্দীপনার প্রতীক। গবেষণায় প্রমাণিত, লাল রং কার্যক্ষমতা ও উত্তেজনা বাড়ায়। পুরো পোশাক না পরে শুধু একটি অংশে লাল বা লাল লিপস্টিক ব্যবহারও কার্যকর।

🍷 বার্গান্ডি / বেগুনি

লালের বিকল্প এই রং উষ্ণতা আনে, আত্মবিশ্বাস বাড়ায় তবে বাড়াবাড়ি লাগে না। নিরপেক্ষ রঙের সঙ্গে বার্গান্ডি টপস বা কামিজ বেশ মানানসই।

🌸 গোলাপি

গোলাপি তারুণ্য ও সতেজতার প্রতীক। হট পিংক আনে নাটকীয়তা, আর হালকা গোলাপি দেয় কোমল ভাব। অফিস থেকে পার্টি—সবখানেই মানিয়ে যায়।

💙 নীল

বিশ্বাস ও প্রশান্তির প্রতীক। উজ্জ্বল নীল শেড মনকে প্রশান্ত রাখার পাশাপাশি প্রাণবন্ত করে তোলে। হালকা নীল-গাঢ় নীলের মিশ্রণে পাওয়া যায় মার্জিত লুক।

🤍 অফ-হোয়াইট

আলোর প্রতিফলন ঘটিয়ে মুখে আনে উজ্জ্বলতা ও সতেজতা। বাদামি বা বার্গান্ডির সঙ্গে মিশিয়ে নিলে ভারসাম্যপূর্ণ স্টাইল তৈরি হয়।

🌿 সবুজ

সতেজতার প্রতীক। লেমন গ্রিন আনে প্রাণশক্তি, আর জলপাই বা গাঢ় সবুজ শান্তি দেয়। সাদা পোশাকের সঙ্গে উজ্জ্বল সবুজ বেশ মানিয়ে যায়।

বলা যায়, মনের অবস্থা ঢাকতে কিংবা ক্লান্তি গোপন করতে পোশাকের রঙই হতে পারে সেরা ভরসা।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G