রাবিতে নবনির্মিত স্মৃতিফলক অপসারণের দাবি

প্রথম প্রকাশঃ মে ১৪, ২০১৭ সময়ঃ ৫:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০০ অপরাহ্ণ

তানভীর অনিক, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনির্মিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতির অবস্থান নিচে থাকায় তা অপসারণের দাবি জানিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ। এসময় পৃথক একটি স্মৃতিফলকে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতি নির্মাণের দাবি জানানো হয়।

আজ রোববার দুপুরে স্মৃতিফলক পরিদর্শনে এসে স্মৃতিফলকের সামনে এ দাবি জানান মহানগর আওয়ামীলীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এছাড়া জাতীয় চার নেতার অন্যতম এ এইচ এম কামারুজ্জামানের নামে একটি আবাসিক হল নির্মাণেরও দাবি জানানো হয়।

এসময় রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ফারুক হাসানসহ মহানগর আওয়ামীলীগ ও রাবি ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G