রাস্তায় কাফন পরে চলচ্চিত্র শিল্পীদের প্রতিবাদ

প্রকাশঃ জানুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ৫:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১১ অপরাহ্ণ

মিডিয়া ডেক্স,প্রতিক্ষণ ডটকম:

কাফনচলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন ঘোষণা দিয়েছিলো হিন্দি আর উর্দু ছবি বাংলাদেশে প্রবেশ করলে কাফনের কাপড় পরে তারা রাস্তায় নামবেন। যেমন কথা তেমন কাজ।বুধবার ২১ জানুয়ারি দুপুরে বিএফডিসি থেকে কাফনেড় কাপড় পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবে এসে মিলিত হন শিল্পী, নির্মাতা ও চলচ্চিত্রের কলাকুশলীরা।এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবি, প্রয়োজনে জীবন দেবেন কিন্তু হিন্দি আর উর্দু ভাষার চলচ্চিত্র বাংলাদেশে প্রচার করতে দেবেন না।এদিকে শুক্রবার দেশের বেশ কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে হিন্দি চলচ্চিত্র ‘ওয়ান্টেড’।

এই ছবির মাধ্যমে দীর্ঘ দিন পর বাংলাদেশে হিন্দি ও উর্দু ছবির দুয়ার খুলতে যাচ্ছে। আর এ কারণেই গত কয়েকদিন ধরে প্রতিবাদ মুখর হয়ে উঠেছে বাংলাদেশের চলচ্চিত্র সংশিষ্ট বিভিন্ন সংগঠন ওতারকারা । এরই অংশ হিসেবে কাফনের কাপড় পরে প্রতিবাদ করেন তারা।এ সময় উপস্থিত ছিলেন – পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সভাপতি শাকিব, সাধারণ সম্পাদক মিশা সওদাগর, আহমেদ শরীফ, অমিত হাসান, ওমর সানী, রুবেল, পরীমনি, অমৃতাসহ আরো অনেকেই।প্রসঙ্গত ২০১০ সালের জানুয়ারি মাসে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ভারতীয় ১২টি চলচ্চিত্র আমদানির জন্য এলসি খোলা হয়েছিল। এর মধ্যে হিন্দি নয়টি ও বাংলা চলচ্চিত্র ছিল তিনটি। তবে হিন্দি কোনও চলচ্চিত্র মুক্তি না পেলেও ২০১১ সালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সিনেমা হলে দেখানো হয়েছিল ভারতীয় বাংলা ছবি ‘জোর’, ‘বদলা ও ‘সংগ্রাম’।

তখন থেকেই চলচ্চিত্র অঙ্গনের সংশিষ্টরা ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের প্রতিবাদ জানিয়ে আসছেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G