লিংকডইন কিনে নিচ্ছে মাইক্রোসসফট

প্রকাশঃ জুন ১৪, ২০১৬ সময়ঃ ৪:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Linkdinপেশাজীবীদের নেটওয়ার্কিং ওয়েবসাইট লিংকডইন কিনে নিচ্ছে মাইক্রোসসফট। সোমবার মাইক্রোসসফট করপোরেশন ও লিংকডইন করপোরেশন এ সংক্রান্ত চুক্তির কথা ঘোষণা করেছে। চুক্তি অনুযায়ী, প্রতি শেয়ার ১৯৬ ডলার করে ২ হাজার ৬০২ কোটি ডলার মূল্যমানের লিংকডইনের সব শেয়ার কিনে নেবে মাইক্রোসসফট। এ বিষয়ে মাইক্রোসসফট জানায়, লিংকডইনের স্বাধীনতা ও স্বতন্ত্র ব্যান্ড-বৈশিষ্ট্য বজায় থাকবে।
এদিকে, বিশেষজ্ঞরা মনে করছেন, মাইক্রোসসফটের ব্যবসার প্রসারে গতি আনবে লিংকডইন।

প্রতিক্ষণ/এডি/এস আর এস

 

 

 

 

 

 

 

 

 

 

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G