শিশুটি সেই বৃদ্ধার সন্তান নয়! (আসল লিংকসহ)

প্রকাশঃ আগস্ট ২২, ২০১৬ সময়ঃ ১২:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৯ অপরাহ্ণ

101-baby

১০১ বছরে মা হওয়ার রেকর্ডের সেই খবরটি সঠিক নয়! ঐ বৃদ্ধা আসলে শিশুটির দাদার দাদী অর্থাৎ পর-দাদী!

স্নোপস ডটকম নামের একটি আন্তর্জাতিক গণমাধ্যম ঐ রিপোর্টটি সঠিক নয় বলে সংবাদ প্রকাশ করে। প্রতিক্ষণ ডটকমের পক্ষ থেকেও খবরটি যাচাই-বাছাই করা হয়। পরে নিশ্চিত হওয়া যায়, শিশুটি ঐ বৃদ্ধার সন্তান নয়।

সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে ছবিসহ একটি খবর ভাইরাল হয়। ঐ খবরে বলা হয়, বিশ্বে সবচেয়ে বেশি বয়সে মা হওযার রেকর্ড গড়েছেন ইতালির আনাতোলিয়া নামের এক বৃদ্ধা। খবরের সঙ্গে এ-সংক্রান্ত একটি ছবিও প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, কোলে সদ্যোজাত শিশু নিয়ে চোখ মুদে আছেন বৃদ্ধা।

2735F41D00000578-3021806-image-a-4_1427940822830

পশ্চিমা গণমাধ্যম ওয়ার্ল্ড নিউজ ডেইলি রিপোর্টের এক খবরে বলা হয়, শিশুটি ঐ বৃদ্ধার। কিন্তু ডেইলি মেইল ও হাফিংটন পোস্টসহ বিশ্বের নামকরা কয়েকটি গণমাধ্যমের অনলাইনে বলা হচ্ছে, শিশুটি ঐ বৃদ্ধার নাতির নাতি!

ডেইলি মেইল ঐ শিশুর আসল মা সারাহ হামের সঙ্গে কথা বলেছে। তার বয়স ৩৩ বছর। তিনিই প্রথম ঐ ছবিটি লাইফ অব ড্যাড নামের সামাজিক মাধ্যমে প্রকাশ করেন।

সারাহ বলেন, দুই সপ্তাহ বয়সী শিশু কেলিকে দেখতে তার পরদাদী আনাতোলিয়া হাসপাতালে আসেন। সেখানে তিনি শিশুটিকে কোলে নিয়ে ছবি তোলেন। এর কিছু দিন পরই ১০১ বছর বয়সী আনাতোলিয়া মারা যান। এর দুদিন পর তিনি ছবিটি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘চার প্রজন্ম।’ এরপর ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

2735F40D00000578-3021806-image-m-3_1427940733575

সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিট থেকে ঐ ছবিটি নিয়ে খবর প্রকাশ করে ওয়ার্ল্ড নিউজ ডেইলি রিপোর্ট নামের একটি ওয়েবসাইট। এরপর সেটি ভাইরাল হয় ইন্টারনেটে। সম্প্রতি সেটি ধরেই খবর প্রকাশ করে আরও কিছু ওয়েবসাইট।

ডেইলি মেইলে দেখুন..

দেখুন হাফিংটন পোস্ট…

স্নোপস ডটকমে দেখুন..

ভুয়া খবরটি দেখুন…

প্রতিক্ষণ/এডি/একে

=====

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G