শেষ পর্যন্ত বাঁচানো গেল না শিশু সাজিদকে

প্রকাশঃ ডিসেম্বর ১১, ২০২৫ সময়ঃ ১০:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে যাওয়ার ৩২ ঘণ্টা পর দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করা হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষণ পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, “আমরা তার পরিবারকে সান্ত্বনা দিতে চাই। তাদের শোকে আমরা সমব্যথী। পুরো অভিযানটি ছিল অত্যন্ত জটিল; তারপরও সবার সমন্বয়ে সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চ চেষ্টা করেছি।”

কীভাবে ঘটল দুর্ঘটনা

বুধবার দুপুরে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে মায়ের সঙ্গে বাড়ির পাশ দিয়ে হাঁটার সময় খড়ঢাকা একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। মায়ের অগোচরে থাকা গর্তটি খড়ের কারণে বোঝা যাচ্ছিল না। সন্তানের চিৎকার শুনে ফিরে এসে মা খড় সরাতেই গর্তটি নজরে আসে।

স্থানীয়দের অভিযোগ, গত বছর এক ব্যক্তি এখানে গভীর নলকূপ স্থাপনের চেষ্টা করেন। পানি না পেয়ে ১২০ ফুট গভীর ওই পাইপলাইন মুখ খোলা অবস্থায় ফেলে রাখা হয়। বৃষ্টিতে গর্তের মুখ আরও বড় হয়ে পড়লেও কোনো সতর্কতা বা ঢাকনার ব্যবস্থা করা হয়নি।

উদ্ধার অভিযান

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস গর্তের ভেতরে অক্সিজেন সরবরাহ শুরু করে। উদ্ধারকারী দল গর্তের পাশ থেকে সুড়ঙ্গ খনন করে রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
স্থানীয় প্রশাসন, মেডিকেল টিম ও বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সন্তানকে ফিরে পাওয়ার আশায় শিশুটির পরিবারের শোক ও অপেক্ষায় কাটে দীর্ঘ সময়।

বৃহস্পতিবার সন্ধ্যায়ই উদ্ধারকর্মীরা জানিয়েছিলেন, সাজিদের বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তবে জীবিত বা মৃত—যে অবস্থায়ই হোক, উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল ফায়ার সার্ভিস।

অবশেষে ৩২ ঘণ্টার চেষ্টার পর উদ্ধার পাওয়া গেলেও জীবন ফেরানো গেল না ছোট্ট সাজিদের।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G