সোনালী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
সোনালী ব্যাংক চেয়ারম্যান এএইচএম হাবিবুর রহমান পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এ পদত্যাগ করেন বলে জানা গেছে।
রোববার (১৯ এপ্রিল) তিনি পদত্যাগপত্র জমা দেন। চলতি বছরের ২৬ ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল।
সূত্র জানায়, হলমার্ক কেলেঙ্কারির পর ব্যাংকটিকে ভালো অবস্থায় ফিরিয়ে নিতে ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়াসহ বিভিন্ন সুপারিশ করেছিলেন তিনি। এর একটিও বাস্তবায়ন হয়নি।
উল্লেখ্য, ২০১২ সালের ২৭ ডিসেম্বর হাবিবুর রহমানকে সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার।
এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ডিন ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রতিক্ষণ/তপু










