হানির গানে পশু পালায়

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ৫, ২০১৫ সময়ঃ ৬:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৮ অপরাহ্ণ

1422967903ভারতের উত্তরাখান্ডের কৃষক ও চাষীরা বুনো শূকর তাড়াতে ব্যবহার করছেন  সংগীতশিল্পী ইও ইও হানি সিংয়ের গান! গানের আওয়াজে ফসলক্ষেতের ধারেকাছেও আসছে না শূকরের পাল।

বিষয়টি বেশ মজার এবং উদ্ভটও তবে এতে ফল পাচ্ছেন তারা। জানা গেছে, হানি সিংয়ের গান লাউডস্পিকারে বাজালে শূকরসহ অন্য কোনো বন্যপ্রাণী ক্ষেতখামারে আসে না। বন্যপ্রাণী তাড়ানোর জন্য এই পন্থাই গ্রামবাসীদের কাজে দিচ্ছে ওষুধের মতো। অবশ্য ভক্তিগীতি আর অন্যান্য পাঞ্জাবি গানও উচ্চশব্দে বাজালে একই ফল পাওয়া যাচ্ছে।

হানি সিংয়ের গানের উপকারিতা হাতেনাতে প্রথম টের পান নৈনিতালের ধারি গ্রামের বাসিন্দারা। স্থানীয় কৃষক বিশান জাঁটওয়ালা তার আলুর ক্ষেতে লাউডস্পিকার বসিয়ে হানির গান চালালে শূকরের দল চম্পট দেয়! উত্তরাখান্ডের প্রত্যন্ত গ্রামগুলোর ফসলক্ষেতে বন্য শূকরের উপদ্রব চিরকালীন সমস্যা। মহামারী আকার ধারণ করেছিলো। সরকারিভাবে শূকর নিধনের অনুমোদন দেওয়া হলেও বিশেষ ফল মেলেনি। তবে সেই চিত্রটা বদলাচ্ছে। বন্য পশুরা সচরাচর মানুষের অস্তিত্ব এড়িয়ে চলে। গান শুনলে তারা ভাবে কাছাকাছি মানুষ রয়েছে। এই বুদ্ধিটাই কাজে দিচ্ছে গ্রামবাসীদেরকে।

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G