হোয়াটসঅ্যাপ যুক্ত করলো অনুবাদ সুবিধা
ভাষাগত দূরত্ব কমাতে হোয়াটসঅ্যাপ চালু করেছে নতুন বিল্ট-ইন মেসেজ অনুবাদ সুবিধা। এখন ভিন্ন ভাষায় আসা বার্তার অর্থ বুঝতে ব্যবহারকারীদের আর আলাদা থার্ড-পার্টি অ্যাপের সহায়তা নিতে হবে না। অনুবাদ দেখা যাবে হোয়াটসঅ্যাপের নিজস্ব ইন্টারফেসেই। আন্তর্জাতিক যোগাযোগ, ব্যবসায়িক কথোপকথন এবং বিদেশ ভ্রমণের সময়ে ভাষার বাধা কাটাতে এই ফিচার কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অ্যান্ড্রয়েড ও আইওএস—দুই প্ল্যাটফর্মেই ধাপে ধাপে অনুবাদ সুবিধাটি চালু হচ্ছে। ফলে সবার অ্যাকাউন্টে একই সময়ে ফিচারটি নাও দেখা যেতে পারে। এই সুবিধা পেতে ব্যবহারকারীদের ফোনে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল থাকা জরুরি—অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে নিয়মিত আপডেট চেক করার পরামর্শও দেওয়া হয়েছে।
যেভাবে অনুবাদ করবেন:
নির্দিষ্ট কোনো বার্তা অনুবাদ করতে চ্যাট খুলে বার্তার ওপর কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে। এরপর
•অ্যান্ড্রয়েডে থ্রি-ডট মেনু,
•আইওএসে কনটেক্সট মেনু থেকে
‘Translate / অনুবাদ’ অপশন নির্বাচন করলে মূল বার্তার নিচেই অনুবাদ করা লেখা দেখা যাবে।
বর্তমানে হোয়াটসঅ্যাপ একাধিক আন্তর্জাতিক ভাষা অনুবাদে সক্ষম। অঞ্চলভেদে সুবিধার পরিধিতে কিছুটা পার্থক্য থাকতে পারে। প্রাথমিকভাবে ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, জার্মান, হিন্দিসহ বহুল ব্যবহৃত কয়েকটি ভাষা এতে যুক্ত হয়েছে।
প্রতি/ এডি/ শাআ











