২০২৬ বিশ্বকাপ ড্র: র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল পাবে বাড়তি সুবিধা

প্রথম প্রকাশঃ নভেম্বর ২৮, ২০২৫ সময়ঃ ৯:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। ৪৮ দলের এ বিস্তৃত টুর্নামেন্টকে প্রতিযোগিতামূলক ভারসাম্যে রাখতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল—স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড—পাবে বিশেষ সুবিধা। ফিফার ঘোষিত নিয়ম অনুযায়ী, এসব দল নিজেদের গ্রুপে শীর্ষে থাকলে ফাইনালের আগে তাদের আর মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকবে না। অর্থাৎ স্পেন–আর্জেন্টিনা বা ফ্রান্স–ইংল্যান্ড সেমিফাইনালের আগে একে অন্যের বিপক্ষে পড়বে না।

ফিফা জানিয়েছে, নতুন ফরম্যাটে শক্তির ভারসাম্য বজায় রাখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কনফেডারেশনভিত্তিক নিয়ম বহাল থাকবে—একই গ্রুপে একই অঞ্চলের একাধিক দল রাখা যাবে না (উয়েফা ছাড়া)। ইউরোপ থেকে ১৬ দল অংশ নেবে বলে একটি গ্রুপে সর্বোচ্চ দুইটি ইউরোপীয় দল থাকতে পারবে।

এ পর্যন্ত ৪২ দল নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। বাকি ৬ দল আসবে প্লে-অফের মাধ্যমে। টুর্নামেন্টের সূচি ও ভেন্যুর তালিকা প্রকাশ করা হবে ৬ ডিসেম্বর। চারটি পট থেকে ৪৮ দলকে ভাগ করা হবে ১২ গ্রুপে।

পট–১

কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র (আয়োজক)
স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড
ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস
বেলজিয়াম, জার্মানি

পট–২

ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে
সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল
ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর
অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া

পট–৩

নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া
স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া
আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার
সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা

পট–৪

জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও
হাইতি, নিউজিল্যান্ড
ইউরোপিয়ান প্লে-অফ ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’-এর জয়ীরা
ফিফা প্লে-অফ টুর্নামেন্ট ১ ও ২-এর বিজয়ীরা

২০২৬ বিশ্বকাপের পর্দা উঠবে ১১ জুন, আর ১৯ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল। আয়োজক তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—মিলে প্রথমবারের মতো আয়োজন করছে এ ‘মেগা’ টুর্নামেন্ট।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G