৪ ইঞ্চি দেবে গেছে বেইজিং!

প্রকাশঃ জুন ২৫, ২০১৬ সময়ঃ ১০:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৯ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

±±¾©ÄÏ

এক বছরে ১১ সেন্টিমিটার বা ৪ ইঞ্চির বেশি দেবে গেছে চীনের রাজধানী বেইজিং। মূলত ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে বেইজিংয়ের মাটি নিচের দিকে দেবে যাচ্ছে। এ কারণে অন্যান্য অবকাঠামোর সঙ্গে রেলপথ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। সম্প্রতি বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন।

ভূ-উপগ্রহ থেকে তোলা ছবিতে দেখা গেছে, ভূগর্ভস্থ পানি উত্তোলনের জন্য বেইজিংয়ের ব্যস্ততম জেলা চাওইয়াংয়ে মাটি দেবে গেছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, বেইজিং ভয়ঙ্কর ধোঁয়াশা ও বালুঝড়ের জন্য পরিচিত। কিন্তু ভূগর্ভে লুকিয়ে আছে এই শহরটি সবচেয়ে বড় পরিবেশগত হুমকি। বেইজিং ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে।

ভূ-উপগ্রহ থেকে তোলা ছবি নিয়ে নতুন গবেষণায় বলা হয়, অতিমাত্রায় ভূগর্ভস্থ পানি তোলার কারণে নগরীর ভূগর্ভস্থ স্তর বিধ্বস্ত হচ্ছে। প্রতিবছর ১১ সেন্টিমিটার বা চার ইঞ্চি করে দেবে যাচ্ছে এই নগরী।

গবেষকরা সতর্ক বলেন, এভাবে চলতে থাকলে রেলপথের ওপর ব্যাপক প্রভাব পড়বে। এ ছাড়া দুই কোটি স্থাপনা ঝুঁকির মধ্যে পড়বে।

বেইজিংয়ের দেবে যাওয়ার ওপর এই গবেষণা প্রতিবেদন পাক্ষিক পর্যালোচনা পত্রিকা রিমোট সেনসিং-এ প্রকাশিত হয়েছে। ইনসারের ওপর ভিত্তি করে এই গবেষণা করা হয়। ইনসার হলো এক ধরনের রাডার, যার মাধ্যমে ভূমির উচ্চতা নিরীক্ষণ করা হয়। ৭ জন গবেষক এই গবেষণা প্রতিবেদনটি লিখেছেন।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G