৫ মাসে রেমিট্যান্সে ভাটা

প্রকাশঃ ডিসেম্বর ৩, ২০১৫ সময়ঃ ১২:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

takaচলতি ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে (অর্থ) ভাটা পরেছে । এই অর্থবছরের প্রথম ৫ মাসে গত বছরের তুলনায় রেমিট্যান্স কমেছে প্রায় ৪৩ মিলিয়ন মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী, চলতি  অর্থবছরের প্রথম ৫ মাস (জুলাই-নভেম্বর) পর্যন্ত দেশের প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছে প্রায় ৬ হাজার ১৬৯ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৪-১৫ অর্থবছরের একই সময়ের যার পরিমাণ ছিল ৬ হাজার ২১২ মিলিয়ন মার্কিন ডলার। অথ্যাৎ ৫ মাসে রেমিট্যান্স কমেছে ৪৩ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি বছরের জুলাইয়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৮৯.৫৬ মিলিয়ন ডলার। গত অর্থবছর এ মাসে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৪৯২.৪৭ মিলিয়ন ডলার। এছাড়া ২০১৫-১৬ অর্থবছরের আগস্টে দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৯৫.০২ মিলিয়ন ডলার। গত বছর এ মাসে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ১৭৪.৩৭ মিলিয়ন ডলার। সেপ্টেম্বরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৪৯.০৬ মিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছর এ মাসে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৩৪৪.২৭ মিলিয়ন ডলার।

চলতি বছরের অক্টোবরে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৯৮.৪৬ মিলিয়ন ডলার। গত বছর উল্লেখিত সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ১৮.০৩ মিলিয়ন ডলার।

২০১৫-১৬ অর্থবছরের নভেম্বরে রেমিট্যান্স পরিমাণ ১ হাজার ১৩৭. ৫৪ মিলিয়ন মার্কিন ডলার। গত বছরের উল্লেখিত সময়ে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছিল ১ হাজার ১৮২.৯৫ মিলিয়ন মার্কিন ডলার।

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G