৯০ হাজার ফোন বিক্রি হল ৮ মিনিটে

প্রকাশঃ আগস্ট ১৩, ২০১৬ সময়ঃ ৬:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

xiaomi_redmi_3s_prime_techshohor

একের পর এক স্মার্টফোন বাজারে নিয়ে আসছে স্মার্টফোন নির্মাতা শাওমি নামক চীনা প্রতিষ্ঠানটি। গত মঙ্গলবার ভারতের বাজারে শাওমি তাদের নতুন স্মার্টফোন রেডমি ৩এস প্রাইম বিক্রি শুরু করে। 

কোনো প্রকার প্রি-অর্ডার বা নিবন্ধন ছাড়াই বিক্রি শুরু হয়। তবে অবাক করার বিষয় হলো- দেশটির বাজারের জন্য প্রাথমিকভাবে আনা ৯০ হাজারের অধিক রেডমি ৩এস প্রাইম বিক্রি হয়েছে মাত্র ৮ মিনিটে! ফোন বিষয়ক ওয়েবসাইট জিএসএম এরিনা ও ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বরাতে এ খবর জানানো হয়।

শাওমির ওয়েবসাইট মি ডটকম ও ভারতীয় ইকমার্স সাইট ফ্লিপকার্ট- এ বিক্রির জন্য ছাড়া হয়েছিল ফোনগুলো। আগামী বুধবার ১৭ আগস্ট দুপুর ১২টায় আবারো একটি ফোন অনলাইনে বিক্রির জন্য ছাড়বে শাওমি। রেডমি ৩এস প্রাইমের অপেক্ষাকৃত কম দামি এই সংস্করণটির নাম ‘রেডমি ৩এস’।

অপেক্ষাকৃত কম দামে ভালো মানের এসব স্মার্টফোন মুক্তির পর পরই দারুণ জনপ্রিয়তা পাচ্ছে। সেই জনপ্রিয়তা কেমন সেটা এবার টের পাওয়া গেল ভারতের বাজারে।

একই সময়ে আবারো রেডমি ৩এস প্রাইম স্মার্টফোনটিও অনলাইনে বিক্রির জন্য ছাড়া হবে বলে লিখিত এক বিবৃতিতে জানিয়েছেন শাওমি ইন্ডিয়ার প্রধান মানু কুমার জৈন।  

মানু কুমার লিখেছেন,আমাদের আত্মবিশ্বাস ছিল এবং আমরা ৯০ হাজারেরও বেশি ফোন বিক্রি করেছি। আমরা আমাদের ব্যবহারকারীদের কথা খুব মনোযোগ দিয়ে শুনি। এবারই প্রথম অনলাইনে ফোন বিক্রির ক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা রাখিনি।  ফ্লিপকার্টের ইতিহাসে এটাই সবচেয়ে বড় বিক্রি।’

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G