ভবঘুরে জীবন থেকে রানাঘাটের সেই ভিক্ষুক রানু মণ্ডল এখন সেলিব্রিটি। যেখানেই যান সেখানেই কৌতূহলী মানুষের ভিড়। রানুর সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন। ছবি তোলেন। সেই রানু আবারও এলেন আলোচনায়। তবে এটাকে সমালোচনা বলাই ভালো। খুব বেশিদূর পড়াশোনা করেননি রানু। ইংরেজিতে তার জ্ঞান নেই বললেই চলে। সেই রানুই এখন কথায় কথায় ইংরেজি বলার চেষ্টা করেন। বলতে ..বিস্তারিত