থাইল্যান্ডে বাংলাদেশি ও রোহিঙ্গাদের গণকবর!
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বিদেশে পাড়ি জমানো অভিবাসীদের ৩২টি গণকবরের সন্ধান পাওয়া গেছে।
এগুলোতে মিয়ানমারের রোহিঙ্গা ও বাংলাদেশীদের মৃতদেহ থাকার আশঙ্কা প্রকাশ করছে থাই কর্তৃপক্ষ।
শুক্রবার ওই গণকবরগুলোর সন্ধান পাওয়া যায় বলে থাই কর্মকর্তাদের বরাত দিয়ে ব্যাংক পোস্ট, ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস, ফাস্ট পোস্টসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
মালয়েশিয়ার সাথে থাইল্যান্ডের সীমান্তের খুব কাছে প্রত্যন্ত একটি জঙ্গলের গভীরে এসব কবর পাওয়া যায়।
মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার জন্য মানব পাচারকারীরা থাইল্যান্ডের সীমান্তবর্তীওই এলাকা ব্যবহার করে থাকে। নৌকায় করে যাওয়া অভিবাসীদেরে আটকে রাখা পরিত্যাক্ত বেশ কিছু ক্যাম্পও রয়েছে সেখানে। মানব পাচারের জন্য স্থানটি কুখ্যাত হিসেবে পরিচিত।
ঘটনাস্থল থেকে উদ্ধার কর্মী সাতহিত থামসুয়ান বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘৩২টি গণকবর ও চারটি মৃতদেহের সন্ধান পাওয়া গেছে।
তিনি আরো বলেন, ‘মৃতদেহগুলো বেশ জীর্ণ। বাংলাদেশ থেকে আসা একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে নিকটবর্তী পাদাং বাসার শহরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।’
স্থানীয় ওই হাসপাতালটি ওই লোকটি যে বাংলাদেশি তা নিশ্চিত করেছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে। গণকবরগুলো বাংলাদেশ ও মিয়ানমার থেকে আসা নাগরিকদের বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ওই ব্যক্তি। তবে এ ব্যাপারে বিস্তারিত জানতে জিজ্ঞাসা করা হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
প্রতিক্ষণ/এডি/কেয়া













