ভাসানী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

প্রথম প্রকাশঃ মে ১৩, ২০১৫ সময়ঃ ৮:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৩ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

vasani2 টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খালেমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য,  আধিপত্য বিস্তার নিয়ে বেশ কয়েকদিন ধরে ক্যাম্পাসে মোশাররফ ও মনির পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর রেশ ধরে বুধবার বেলা ৩টার দিকে  দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে গুরুতর আহতদের চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোশাররফকে মৃত ঘোষণা করে।

আহত অন্যদের মধ্যে বাদল এবং ফয়সালসহ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/মাহমুদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G