বরের বয়স ৩৬, কনের ৬ !
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
এবার ৩৬ বছরের বরের সঙ্গে বিয়ে হল ছয় বছরের কনের! অবিশ্বাস্য হলেও ভারতের রাজস্থানে সম্প্রতি এমন একটি বিয়ের ঘটনাই ঘটেছে। ধারণা করা হচ্ছে, গত ২৩ জুন চিতোরগড়ের গাংরা গ্রামের কোনো এক মন্দিরে ৩৬ বছরের রতনলাল জাঠ তার সম্প্রদায়ের ৬ বছর বয়সী এক শিশুকে বিয়ে করেন।
তবে শেষ রক্ষা হয়নি তার। পুলিশ ঠিকই খবর পেয়ে আটক
করে রতনলালকে। সেই সঙ্গে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। সদর মহকুমা শাসকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে দ্রুত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে। গাংরার পুলিশ পরিদর্শক জ্ঞানেন্দ্র সিং বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমে বিয়ের ছবি ছড়িয়ে পড়লে ঘটনা তদন্তে একটি দল পাঠানো হয়। পরে সত্যতা নিশ্চিত হলে রতনলালকে ‘বাল্যবিবাহ প্রতিরোধ আইন-২০০৬’ এর অধীনে আটক করা হয়। তিনি আরও জানান, বয়স বেড়ে যাওয়ায় পাত্রী খুঁজে পাচ্ছিলেন না। তাই নিজের সম্প্রদায়ের মধ্যেই ওই মেয়েটিকে বিয়ে করেছেন বলে জেরার মুখে রতনলাল জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, রাজস্থানের এই সম্প্রদায়ের মধ্যে এ ধরনের বিয়ের রেওয়াজ আছে। তাই প্রতিবেশীরাও বিয়ে বন্ধের চেষ্টা করেনি। এদিকে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই এলাকায় জমুনি বাই (৫১) নামের আরও একজনকে খুঁজছে পুলিশ। এ বিয়ের ঘটক নাকি তিনি-ই ছিলেন। শুধু এ বিয়েই নয়, গাংরায় এমন আরও বাল্যবিয়ের ঘটকালিও তিনি করে থাকেন। এ ধরনের বিয়ের ক্ষেত্রে তিনি মোটা অংকের ফি-ও নিয়ে থাকেন।
আরো যা পড়তে পারেনঃ
# বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ পরিবার নিখোঁজ
# প্রাচীনকালের কিছু ভয়ংকর মারনাস্ত্র
# স্মার্টফোনেই প্রেগন্যান্সি টেস্ট!
# লেজার প্রযুক্তির মাধ্যমে ফ্রি ইন্টারনেট
# এক পরিবারে ৩৯ স্ত্রী ৯৪ সন্তান! (ভিডিও)













