ভারী বর্ষণে জন-জীবনের দুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক
ভারী বর্ষণে সড়কে যান চালাচাল বন্ধ প্রায়। তলিয়ে গেছে রাজধানীর সোনারগাঁ হোটেল থেকে বিজিএমইএ ভবনের সামনের রাস্তা পর্যন্ত। বন্ধ হয়ে গেছে যান চলাচল।
মঙ্গলবার বেলা ১১টা থেকে রাজধানীতে এক ঘণ্টার বৃষ্টিতে রাস্তাটিতে হাঁটু সমান পানি জমে গেছে। বিজিএমইএ ভবনের সামনের রেলগেট থেকে পেট্রোবাংলা হয়ে কারওয়ান বাজার মোড় পর্যন্ত হাঁটু সমান পানি জমে গেছে। রাস্তায় উইনার পরিবহনসহ কয়েকটি বাস বিকল হয়ে পড়ে থাকতে দেখা যায়। এ রাস্তা বন্ধ থাকায় আশপাশের রাস্তাগুলোতেও ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।
এ ছাড়া ফার্মগেট, বিজয় স্মরণি, সংসদ ভবন রোড, আসাদগেটসহ অনেক এলাকাতেই রাস্তায় পানি জমে থাকতে দেখা গেছে।
প্রতিক্ষন/এডমি/এফজে














