অস্বাভাবিক মৃত্যু বলে মানতে পারছি না!

প্রকাশঃ অক্টোবর ১৩, ২০১৫ সময়ঃ ১২:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২১ অপরাহ্ণ

chobiচবির ঝর্ণায় শুধু গার্ড কেন বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ করলেও ছাত্রছাত্রীদের যাওয়া আসা বন্ধ করা সম্ভব হবে না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাহাড়ী ঝর্ণায় গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে একই স্থানে গত তিন বছরে ঝর্ণা দেখতে এসে লাশ হয়ে ফিরলো বিশ্ববিদ্যালয়ের চার মেধাবী শিক্ষার্থী ।

প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে যখন নতুন বর্ষের শিক্ষার্থীরা আসে তখন তাদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানার আগ্রহটা বেশী থাকে৷ এক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সৌন্দের্যর দিক থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলকে ছাড়িয়ে৷ তাই ছাত্রছাত্রীদের এই বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য দেখার আগ্রহ থাকাটাই স্বাভাবিক৷ এই সৌন্দর্যের মধ্যে প্রাকৃতিক ঝর্ণা অন্যতম৷

কিন্তু আমি যা বলতে চাচ্ছি তা হলো, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় কিভাবে ছাত্রছাত্রীদের ঝর্ণায় যাওয়া বন্ধ করা যায় এটা নিয়ে পদক্ষেপ নেয়, কিন্তু ঝর্ণায় গিয়ে সৌন্দর্য উপভোগ করার বদলে যেন তাজা প্রাণ ঝরে না যায় সে পদক্ষেপ নিতে কখনো দেখি নি ৷প্রতিবছরের এই মৃত্যুর ধারাটা কি প্রতিরোধ করা সম্ভব নয়??

বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন,‘বিশ্ববিদ্যালয় ঝর্ণাটি বিপদজনক হওয়াতে আমরা শিক্ষার্থীদের সর্তক করতে সাইন বোর্ড সাটানোসহ নানা উদ্যোগ নিলেও আসলে তা কেউ আমলে নিচ্ছেন না । তারা এটাকে এ্যাডভেঞ্জার হিসেবে নিচ্ছে । কিন্তু এ এ্যাডভেঞ্জার যে তাদের মৃত্যু হচ্ছে তারা তা বুঝতে পারছে না ।’

তিনি আরও বলেন,‘ আমরা ঝর্ণাটিতে না যাওয়ার জন্য শিক্ষার্থীদের বাঁধা দিতে গার্ড ও দিয়েছি ।আজকের ঘটনায় তাদেরকে গার্ডরা অনেক অনুরোধ করছে না যাওয়ার জন্য, তারপরও তারা বাধা না মেনে ঘুরতে যায় । এখন তারা যদি না মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর কি করার আছে ?

ঝর্ণার পানি যে জায়গাটায় পড়ে জায়গাটা খাড়া ভাবে রয়েছে, প্রশাসন কি ওখানে মাটি ভরাটের মাধ্যমে বা বিকল্প কোনো ব্যবস্হা করে ওই জায়গার গভীরতা কমিয়ে ছাত্রছাত্রীদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দিতে কি বিশ্ববিদ্যালয় প্রশাসন অক্ষম নাকি ইচ্ছার অভাব তাই এখন ভাবার বিষয়!!!!!?

আমি ব্যক্তিগতভাবে এই মৃত্যুগুলো কে অস্বাভাবিক মৃত্যু বলে মানতে পারছি না,, আমি মনে করি এগুলো Irresponsible Administration Killing.

মোঃ নজরুল খান
শিক্ষার্থী
মার্কেটিং বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
[email protected]

এই লেখার দায় লেখকের একান্তই নিজের। এখানে প্রতিক্ষণ ডট কমের কোন নিজস্ব বক্তব্য নেই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G