ফি হিসেবে টাকা নিলেই ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশঃ নভেম্বর ২৭, ২০১৫ সময়ঃ ৯:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Atiur rahmanকেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান বলেছেন, দেশের কোনো ব্যাংক যদি ব্যাংকে চাকরিপ্রার্থীদের আবেদনের ক্ষেত্রে ফি হিসেবে টাকা-পয়সা নেয়, তা জানা গেলেই সেই ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার সন্ধ্যায় বাংলা একাডেমিতে অনুষ্ঠিত ব্যাংকিং মেলায় ব্যাংকার-গ্রাহক প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে ড. আতিউর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংক সার্কুলার দিয়েছে, কোনো ব্যাংক আপ্লিক্যান্টদের (আবেদনকারী) কাছ থেকে টাকা পয়সা নিতে পারবে না। যদি কোনো ব্যাংক এখনও টাকা নিয়ে থাকে তাহলে নামসহ অভিযোগ করলে জড়িত ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

‘রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তদবিরে কেউ ঢুকতে পারবে না। মেধাবীরা যাতে পরীক্ষা দিয়ে ব্যাংকে চাকরি নিতে পারে তা নিশ্চিত করবে বাংলাদেশ ব্যাংক। তদবিরে ব্যাংকে ঢুকবেন এ কালচার থেকে বেরিয়ে আসতে হবে।’

অতিরিক্ত চার্জ প্রসঙ্গে গর্ভনর বলেন, ব্যাংকের প্রতিটি ব্রাঞ্চে চার্জসহ গ্রাহকের প্রাপ্য বিষয়গুলো টানিয়ে দেওয়া হয়। বিষয়টি ব্যাংক প্রধানদের নিশ্চিত করতে হবে।

গ্রাহকদের ভোগান্তি কমাতে চার্জসহ বিভিন্ন সেবা ফেসবুক, ওয়েবসাইট অথবা অ্যাপসের মাধ্যমে জানিয়ে দিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অনুরোধ করেন তিনি।

ব্যাংকিং খাতে অনিয়ম আগের চেয়ে কমেছে জানিয়ে তিনি বলেন, তদারকির কারণে অনিয়ম আগের চেয়ে অনেক কমে এসেছে। তবে সম্পূর্ণ আসেনি। এ ধারা অব্যাহত থাকলে ব্যাংকিং খাতে আরও বেশি শৃঙ্খলা ফিরে আসবে।

আতিউর রহমান জানান, এডিবি’র সহায়তায় ১০ হাজার তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে চাকরি পাবেন তারা। তৈরি হবেন নতুন উদ্যোক্তাও।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবুল কাশেম, আবু হেনা রাজী হাসান ও ১৩টি বেসরকারি ব্যাংকের প্রধানরা উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G