প্রাণ নেই তবুও প্রাণবন্ত

প্রকাশঃ ডিসেম্বর ২৯, ২০১৫ সময়ঃ ৬:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

animaux_paille_geant_ja

জড় বস্তু, কিন্তু দেখলে মনে হবে যেন, চলার চেষ্টায় মত্ত তারা। এই বুঝি ছুটে যাচ্ছে কারো দিকে। কিন্তু  তারা কি করে ছুটবে? ভেতরে তো প্রাণ নেই! কিন্তু শিল্পীর হাতের জাদুতে এই জড় বস্তুগুলোই হয়ে উঠেছে প্রাণবন্ত। এ যেন শিল্পের কারখানা।

Straw-sculptures

পৃথিবীর জন্মলগ্ন থেকেই প্রাকৃতিক উপাদান দিয়েই মানুষের ব্যবহার উপযোগী বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হয়। আধুনিক যুগেও

Artist-reuses-discarded-straw-to-make-amazing-dinosaur-sculptures11-650x487

নিত্য নতুন কত কিছুই তো তৈরি হচ্ছে। তা হতে পারে ব্যবহার্য আবার হতে পারে দর্শনীয়। কোন স্থানে তা অকেজো আবার কোন স্থানে সহায়ক উপাদান। চলুন দেখি খড়কে কীভাবে দর্শনীয় উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে।

Straw-sculptures2

ফসলি জমির ধান কাটা হলে তা থেকে ধান ছাড়ানোর পর, যে খড় বের হয় আমরা সেটাকে অকেজোই মনে করি।যদিও গ্রামের মানুষ

Straw-sculptures3

আজও খড়কে জ্বালানি হিসেবে ব্যবহার করে। আবার প্রত্যন্ত গ্রামগুলোতে মাটির ঘরের চালা হিসেবেও ব্যবহার করা হয় এই খড়কে। এ

Presentation1

তো গেল আমাদের দেশের কথা। কিন্তু বহির্বিশ্বের মানুষ এই অকেজো উপাদানকেই রূপ দিয়েছে শৈলপিক আদলে ।

Straw-sculptures41

সম্প্রতি চীনের উত্তরপূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশের প্যানজিন শহরে আয়োজন করা হয়েছিল খড় শিল্প উৎসব-২০১৫ । ১১৩৩ বর্গ

Presentation1

কিলোমিটারের একটি ধানের জমিতে প্রথমবারের মতো এই উৎসবের আয়োজন করা হয়। প্রায় সব ধরনের ফসলের খড় দিয়ে বিভিন্ন আকৃতির মাছ, প্রাণি, গাড়িসহ বিভিন্ন স্থাপত্যের প্রদর্শন হয় ওই উৎসবে।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G