ট্যাটু মানব লাকি রিচ

প্রকাশঃ এপ্রিল ১০, ২০১৬ সময়ঃ ১০:৪৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৩ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Lucky-Diamond-Richযে কেউ দেখলে চমকে উঠবে তাকে। পুরো শরীরে ট্যাটু আঁকা তার। শরীরের এমন কোন জায়গা নেই যেখানে তিনি ট্যাটু আঁকা বাদ রেখেছেন। এমনকি চোখের পাতার নিচ, মুখের ভেতর ও কানের ভেতরের চামড়াগুলোকেও রেহাই দেননি। অদ্ভূত শখের অধিকারী এই ট্যাটু মানবের নাম লাকি ডায়মন্ড রিচ, বা শুধুই লাকি রিচ।

১৯৭১ সালে জন্ম নেওয়া লাকি রিচের আসল নাম গ্রেগরি পল ম্যাকলারেন। নিউজিল্যান্ডের নাগরিক লাকি রিচকে বলা হয় “ওয়ার্ল্ডস মোস্ট ট্যাটুড পারসন”। শরীরের ১০০% ট্যাটু করা ব্যক্তি হিসেবে তিনি ২০০৬ সালে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন।

কোথা থেকে লাকি রিচ এই অদ্ভূত শখটি পেলেন? রিচ জানান, ছোটবেলায় তিনি ট্যাটু মানব-মানবীদের উপর লেখা পড়েছেন এবং এ ব্যাপারে আগ্রহী হয়েছেন। তবে তিনি যখন প্রথম ট্যাটু করান নিজের শরীরে, তখনই প্রথম সবচেয়ে বেশি ট্যাটু করা ব্যক্তি হওয়ার ইচ্ছাটি আসে তার মধ্যে।

রিচের শরীরের বেশিরভাগটাই কালো রঙের ট্যাটু দ্বারা আচ্ছাদিত। তবে কিছু জায়গায় সাদা কালির কাজও আছে। যেমন তার গলায় সাদা কালিতে “কর্মা” শব্দটি লেখা রয়েছে! লাকি রিচ নিজের সম্পূর্ণ শরীর ট্যাটু করাতে ১০০০ ঘন্টারও বেশি ব্যয় করেছেন এবং ১০০ জনের বেশি শিল্পীর সহায়তা নিয়েছেন।

পেশায় স্ট্রিট পারুফর্মার রিচ। তিনি শুধু আকর্ষণীয় ট্যাটু মানবই নন, সেই সাথে ইউনিসাইকেল চালাতে চালাতে তলোয়ার গেলার মতো চমকপ্রদ সব খেলর দেখাতেও দক্ষ তিনি।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G