চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামী নিহত

প্রকাশঃ সেপ্টেম্বর ১৯, ২০১৬ সময়ঃ ১১:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৯ অপরাহ্ণ

অনিক চক্রবর্ত্তী, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

unnamedচুয়াডাঙ্গার দামুড়হুদায় স্কুলছাত্র সজিব অপহরণ হত্যা মামলার অন্যতম আসামি রাকিবুল ইসলাম মেম্বার (২৮) বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

শনিবার দিনগত রাত আড়াইটার দিকে দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামের একটি বাগানে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন তিনি।

এ সময় রাকিবের কাছে থাকা ১টি দেশীয় শাটারগান, ২ রাউন্ড গুলি ও দেশীয় বন্দুক উদ্ধার করা হয়েছে। নিহত রাকিবুল সদর উপজেলার আলুকদিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম ঈমান আলী।

ঝিনাইদহ ৬ র‌্যবের উপ-পরিচালক মেজর মনির আহমেদ জানান, দামুড়হুদায় চা ল্যকর হত্যাকান্ডের প্রধান আসামি ছিলেন রাকিবুল। খুনের পর থেকেই পালাতক ছিলেন রাকিব। রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে অভিযান চালায় র‌্যাব। র‌্যবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় রাকিবুল ও তার লোকজন। র‌্যাব ও পাল্টা গুলি ছোড়ে। গুলির একপর্যায়ে গুরতর আহত হন রাকিব। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মুত্যু হয় রাকিবের।
প্রসঙ্গত গত ২৯ জুলাই দামুড়হুদা উপজেলা চত্বর থেকে স্কুলছাত্র সজিবকে অপহরন করা হয়। ঘটনার ১ মাস ২ দিন পর চুয়াডাঙ্গা শহরের সিএ্যান্ডপি পাড়ার একটি বাড়ির ম্যানেহাল থেকে র‌্যাব সজিবের গলিত লাশ উদ্ধার করে। এ ঘটনার পর নিহতের মামা আব্দুল হালিম চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার রাকিবুলসহ ৬ জনকে আসামী করে মামলা দায়ের করে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2024
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
20G