ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

প্রকাশঃ সেপ্টেম্বর ২৮, ২০১৬ সময়ঃ ১০:০২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০২ পূর্বাহ্ণ

downloadইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট শিমন পেরেজ আর নেই। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

স্থানীয় সময় বুধবার পেরেজের মৃত্যু হয়।

দুই সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয়েছিল পেরেজের। এর পর তাঁর স্বাস্থ্যের উন্নতি হয়। কিন্তু গতকাল মঙ্গলবার থেকে আবার অবস্থার অবনতি হয়।

১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর পুরোনো প্রজন্মের কয়েকজন রাজনীতিকের একজন ছিলেন পেরেজ। তিনি দুবার ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। একবার তিনি দেশটির প্রেসিডেন্ট ছিলেন।

১৯৯৩ সালে ফিলিস্তিনের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে মধ্যস্থতার জন্য পরের বছর ১৯৯৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার জেতেন পেরেজ। তাঁর সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পান ইসরায়েলের আরেক প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন (যিনি পরবর্তী সময়ে খুন হয়েছিলেন) ও ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত।

শিমন পেরেজ ইসরায়েলের গোপন পরমাণু কর্মসূচির প্রতিষ্ঠাতা। নিজের প্রতিষ্ঠান ‘পেরেজ সেন্টার ফর পিস’-এর মাধ্যমে বৃদ্ধ বয়সেও জনসম্পৃক্ত ছিলেন শিমন পেরেজ। তাঁর প্রতিষ্ঠানটি ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সুসম্পর্ক তৈরিতে কাজ করছে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G