আবারও বেড়ে গেল স্বর্ণের দাম

প্রকাশঃ জানুয়ারি ১৪, ২০১৭ সময়ঃ ৮:৩২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩২ পূর্বাহ্ণ

gold2বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ২২ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে ৪৬ হাজার ৭৩ টাকা নির্ধারণ করেছে। নতুন এ মূল্যতালিকা শনিবার থেকে কার্যকর হবে।

শুক্রবার বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

গত বছরের ৭ ডিসেম্বর স্বর্ণের দাম কমিয়েছিল জুয়েলারি মালিকদের এই সংগঠনটি। বর্তমানে ভরিপ্রতি ২২ ক্যারেটের স্বর্ণের বিক্রিমূল্য ৪৪ হাজার ৭৯০ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম বেড়েছে এক হাজার ২৮৩ টাকা।

২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম ৩৪২ টাকা বেড়ে ৪৪ হাজার ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ মানের স্বর্ণের দাম বর্তমানে ৪২ হাজার ৬৯০ টাকা।

আর ১৮ ক্যারেটের স্বর্ণ এক হাজার ৪৫৮ টাকা বেড়ে ভরিপ্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪৯১ টাকা। এ মানের প্রতি ভরি বর্তমানে বিক্রি হচ্ছে ৩৭ হাজার ৩৩ টাকায়।

আর সনাতন পদ্ধতির সোনা ভরিপ্রতি ২৪ হাজার ২৮ টাকার বদলে আজ থেকে বিক্রি হবে ২৫ হাজার ৭৮ টাকায়। অর্থাৎ ভরিতে এক হাজার ৫০ টাকা বেড়েছে। এদিকে সোনার পাশাপাশি শনিবার থেকে বাড়বে রুপার দামও।

রুপার দাম ৫৮ টাকা বাড়িয়ে এক হাজার ১০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এর মূল্য এক হাজার ৫০ টাকা।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G