‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নিয়ে বিরক্ত সিমলা

প্রথম প্রকাশঃ জানুয়ারি ২৯, ২০১৭ সময়ঃ ৮:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Simla 01১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ম্যাডাম ফুলি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে যাত্রা শুরু করেন সিমলা। প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। চলচ্চিত্রে আগমনের আগে সিমলার অভিনয়কেন্দ্রিক কোন প্রশিক্ষণ বা অভিজ্ঞতা না থাকলেও শুধুমাত্র আগ্রহ আর প্রচেষ্টার দ্বারা তিনি চলচ্চিত্রে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে সক্ষম হন।

নতুন বছরে চিত্রনায়িকা সিমলার দুটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। একটি হচ্ছে রুবেল আনুশের ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ অপরটি রাশিদ পলাশের ‘নাইওর’। এর মধ্যে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবিটি নিয়ে গেল বছরের মাঝামাঝি সময় বেশ বিতর্কে জড়িয়েছিলেন সিমলা। বিশেষ করে শুটিং সেটে দেরি করে আসা, ছবির ডাবিং না করাসহ পরিচালক রুবেল আনুশ সিমলার বিরুদ্ধে শিল্পী সমিতি ও প্রযোজক সমিতিতে একাধিক অভিযোগ করেন। তবে সিমলা এ বিষয়ে স্পষ্ট করেই জানান, ‘আমি প্রথম থেকেই ছবিটি নিয়ে বিরক্ত। বিশেষ করে পরিচালক ও প্রযোজকের কথা ঠিক না থাকার কারণে এসব সমস্যার সৃষ্টি হয়েছে। তারপরও আমি ছবির কাজটা শেষ করে দিয়েছি।’

এদিকে সিমলা অভিনীত ‘নাইওর’ ছবির অল্প কাজ এখনও বাকি রয়েছে। সামনে এ ছবির আর একদিন শুটিং হবে। তাহলেই সব কাজ শেষ হয়ে যাবে। এ ছবি প্রসঙ্গে সিমলা বলেন, ‘এ ছবিতে একজন যাত্রাপালার মেয়ের চরিত্রে কাজ করেছি। চরিত্রটি দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি। এতে আমার বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন।’

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G