ফেসবুকে সামান্য ভুলেই পড়তে পারেন বড় বিপদে
প্রতিক্ষণ ডেস্ক
ফেসবুক ও ইনস্টাগ্রাম এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ। যোগাযোগ, ছবি শেয়ার, ব্যক্তিগত মতামত—সবকিছুতেই সোশ্যাল মিডিয়ার ব্যবহার বাড়ছে। তবে এর সুবিধার পাশাপাশি লুকিয়ে আছে বড় ধরনের সাইবার ঝুঁকি। সামান্য অসতর্কতাই আপনাকে ফেলতে পারে ব্যক্তিগত তথ্য ফাঁস, অ্যাকাউন্ট হ্যাক বা আর্থিক ক্ষতির মতো বিপদের মুখে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ভুয়া আইডি, প্রতারণামূলক বার্তা ও হ্যাকিং চেষ্টার সংখ্যা দ্রুত বেড়েছে। প্রতারকরা বন্ধুত্বের প্রলোভন দেখিয়ে ব্যবহারকারীদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা করছে। অনেক ক্ষেত্রে মেসেঞ্জারে পাঠানো অজানা লিঙ্কে ক্লিক করলেই অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, পাসওয়ার্ড, ওটিপি, ব্যাংক তথ্য বা ব্যক্তিগত ছবি অপরিচিত কারোর কাছে পাঠানো বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। একবার এসব তথ্য ফাঁস হলে তা ব্যক্তিগত গোপনীয়তা ও আর্থিক নিরাপত্তা দুইটাই হুমকির মুখে ফেলে দিতে পারে।
কীভাবে থাকবেন নিরাপদ
- টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু রাখুন।
- নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন।
- ভিন্ন ডিভাইসে লগইন করলে কাজ শেষে “Log out from all devices” ব্যবহার করুন।
- প্রাইভেসি সেটিংস নিয়ন্ত্রণে রাখুন—কে কী দেখতে পারবে তা নির্ধারণ করুন।
- পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করলে অতিরিক্ত সতর্ক থাকুন।
বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা ছাড়া সাইবার অপরাধ থেকে নিরাপদ থাকা সম্ভব নয়। ডিজিটাল যুগে নিজের তথ্য সুরক্ষায় ব্যক্তিগত সতর্কতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র।











