তিন দফা কর্তন শেষে ছাড়পত্র পেল ‘লিডার’

প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৭ সময়ঃ ৭:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

Leaderএক বছর আটকে থাকার পর গত ৩০ জানুয়ারি সেন্সরবোর্ডের সনদপত্র পেলো রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তৈরি ছবি ‘লিডার’। শুটিং-সম্পাদনা শেষে গত বছরের ফেব্রুয়ারিতে সেন্সরবোর্ডে জমা দেওয়া হলেও কিছু ‘আপত্তি’র কারণে ছবিটি আটকে ছিলো।

অবশেষে ছাড়পত্র পেয়ে খুশি নির্মাতা দিলশাদুল হক শিমুল। কী কী দৃশ্য বা সংলাপ কর্তন করা হয়েছে ছবিতে? এমন প্রশ্নের উত্তর দিতে নারাজ শিমুল। তিনি বলেন, ‘এ নিয়ে পরে কথা বলা যাবে। এখন নয়।’

সেন্সরবোর্ড সূত্রে জানা যায়, প্রথম দফায় ‘লিডার’ ছবির টাইটেল গান কর্তনসহ অন্তত ১০টি সংশোধনী দেওয়া হয়। সংশোধনী করে জমা দিলেও দ্বিতীয় দফায় দুটি, তৃতীয় দফায় আসে তিনটি সংশোধনী। প্রথমবারই ছবিটির ৮মিনিট ৫৯ সেকেন্ড কর্তন করা হয়েছে।

‘লিডার’-এ প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানী ও ফেরদৌস। পৃথকভাবে এই দুই নায়কের সঙ্গে সফল ছবি উপহার দিয়েছেন মৌসুমী।

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G