যুক্তরাষ্ট্রের কারাগারে মৌলবাদী নেতার মৃত্যু

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০১৭ সময়ঃ ১২:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৬ অপরাহ্ণ

sheik১৯৯৩ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বোমা হামলার মূল পরিকল্পনার দায়ে সাজপ্রাপ্ত ওমর আবদেল রহমান শনিবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি কারাগারে মারা গেছেন।

সত্তরের দশক থেকেই উগ্র ধর্মীয় মতবাদ প্রচারের ফলে মিশর ও মিশরের বাইরে তার নাম ছড়িয়ে পড়ে। ১৯৮১ সালে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতকে হত্যার চেষ্টা করে উগ্রবাদীরা। এর পেছনে ওমরের হাত রয়েছে বলে মনে করা হয়। ১৯৯০ সালে তিনি যুক্তরাষ্ট্রে আসেন। ১৯৯৩ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বোমা হামলায় নিহত হয় ছয় জন, আহত হয় ১০০০ এর বেশি লোক। এই হামলায় মূল পরিকল্পনার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।

আট সপ্তাহ শুনানি শেষে ১৯৯৫ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। কারাবরণকালে ২০০৭ সালে তাকে কলোরাডোর সুপারম্যাক্স কারাগার থেকে নর্থ ক্যারোলিনার বুটনার কারাগারে বদলি করা হয়। ওমর ১০ বছর ধরে ডায়াবেটিস এবং করোনারি আর্টারি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

‘আল্লাহ তাঁকে নিজের কাছে নিয়ে গেছেন’- বলে শোক প্রকাশ করেন ওমরের মেয়ে আসমা আবদেল রহমান। অন্যদিকে ১৯৯৩ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলায় নিহত এক ব্যক্তির আত্মীয় অ্যালেক্স ডি গিওভানি বলেন, ‘ওই মৌলবাদী চৌদ্দ শিকের মধ্যে মারা গেছে। তার এরকম পরিণতিই কাম্য ছিল’।

মিশরীয় বংশোদ্ভূত ওমর ‘অন্ধ শেখ’ নামে সমধিক পরিচিত ছিলেন। দীর্ঘ ধূসর শ্মশ্রু, কালো চশমা,আর মাথায় সাদা পাগড়ি পরতেন এই কট্টর মুসলিম নেতা। ওসামা বিন লাদেনের উত্থানের পূর্বে মৌলবাদী নেতা বলতে তাকেই চিনতো পশ্চিমা বিশ্ব। অনেকে তাকে মুসলিম উগ্রবাদের ‘গদফাদার’ বলে অভিহিত করে থাকেন।

প্রতিক্ষণ/এডি/নাজমুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G