যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের ডলবি থিয়েটারে হয়ে গেলো বিশ্বের বিনোদন জগতের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) ৮৯তম আসর।
কৃষ্ণাঙ্গ এক কিশোরের শৈশব থেকে যৌবনের ঘটনাবহুল জীবনের কাহিনী নিয়ে নির্মিত ছবি ‘মুনলাইট’ জিতে নিয়েছে সেরা অস্কারের পুরস্কার। ছবিটির পরিচালনায় ছিলেন বেরী জেনকিন্স এবং ছবির গল্প লিখেছেন টেরেল এলভিন ম্যাকার্নি। ছবিটিতে অভিনয় করে সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতেছেন মাহেরশালা আলী।
নাটকের সূত্রপাত ঘটে আসরের সবচেয়ে বড় পুরস্কার সেরা চলচ্চিত্রের নাম ঘোষণার সময় ভুল করে ‘মুন লাইট’-এর জায়গায় ‘লা লা ল্যান্ড’-এর নাম পড়ে ফেলায়। ‘লা লা ল্যান্ডের’ কলাকুশলীদের সবাই মঞ্চে উঠেও পড়েন, নির্মাতা এবং প্রযোজক পুরস্কার গ্রহণ করে তাদের বক্তব্য দিতে শুরু করেন।
ঠিক এরপরই ঘোষণা আসে, ভুল করে ‘লা লা ল্যান্ড’কে পুরস্কৃত করা হয়েচে, আসল পুরস্কারের দাবিদার ব্যারি জেনকিন্স-এর সিনেমা ‘মুনলাইট’!
সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ‘লা লা ল্যান্ড’ ছবির জন্য এমা স্টোন। সেরা পরিচালক বিভাগের পুরস্কারও গেছে ‘লা লা ল্যান্ড’-এর ঘরে, ডেমিয়েন শ্যাজেল প্রথমবারের মনোনয়নেই করলেন বাজিমাত।ক্যাসি অ্যাফ্লেক সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘ম্যানচেস্টার বাই দ্য সি’ চলচ্চিত্রের জন্য। পার্শ্ব চরিত্রের সেরা অভিনেত্রী বিভাগে বিজয়ী হয়েছেন ভাযোলা ডেভিস, ‘ফেন্সেস’ সিনেমার জন্য।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোলাল্ড ট্রাম্প-এর সাত মুসলিম দেশের ভিসা নিষিদ্ধ ঘোষণা করার প্রতিবাদে এবারের অস্কার বর্জন করেন বিদেশী ভাষার চলচ্চিত্রে মনোনীত ‘দ্য সেলসম্যান’-এর ইরানি নির্মাতা আসগর ফারহাদি। এই বিভাগে পুরস্কার জুটে তার কপালেই।
সেরা অ্যানিমেশন সিনেমার অস্কার এবার জিতেছে ডিজনির ‘জুটোপিয়া’। এবারের অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তারকা সঞ্চালক জিমি কিমেল।
প্রতিক্ষণ/এডি/নাজমুল