পেঁয়াজের শেষকৃত্য করলেন ভারতীয় কৃষকেরা!(ভিডিওসহ)

প্রকাশঃ ডিসেম্বর ৭, ২০২৫ সময়ঃ ১২:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০০ পূর্বাহ্ণ

গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক শেষকৃত্যের দৃশ্য। তবে সেখানে কান্নাজড়িত কন্ঠে বহন করছে না কোনো প্রিয়জনকে। চলছে পেঁয়াজের শেষকৃত্য।

দর্শক ঠিকই শুনেছেন। ভারতের মধ্যপ্রদেশে দেখা গেছে এমনই বিরল দৃশ্য।

এবছর বাংলাদেশে পেঁয়াজ বিক্রি করতে না পারায় ভারতের কৃষকরা ভয়ঙ্কর লোকসানের সম্মুখীন হয়েছেন। এমনকি মাত্র দুই রুপিতেও বিক্রি হচ্ছে না পেঁয়াজ। ফলাফল কৃষকের মাথায় হাত। ক্ষোভে- দু:খে নিজেদের পেঁয়াজের প্রতীকী শেষকৃত্যের আয়োজন করেন ভারতের এই কৃষকেরা।

বাংলাদেশের কৃষকদের স্বার্থরক্ষায় এ বছর ভারত থেকে পেঁয়াজ আমদামী বন্ধ রেখেছে সরকার। আর এ কারণে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের কৃষকদের ওপর। বাংলাদেশে দাম না মেলায়, রপ্তানি আটকে গিয়ে—বিপাকে পড়েছেন সীমান্তের এই কৃষকেরা। লোকসানে জর্জরিত কৃষকেরা তাই অভিনব এই প্রতীকী ‘শেষকৃত্য’করলেন পেঁয়াজের!

প্রতিিএডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G