বিরোধী পক্ষকে বন্দি রেখে সরকার খালি মাঠে খেলছে

প্রকাশঃ এপ্রিল ১৮, ২০১৭ সময়ঃ ১:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৯ অপরাহ্ণ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধী পক্ষকে বন্দি রেখে সরকার খালি মাঠে খেলার ষড়যন্ত্র করছে করছেন। তিনি এও বলেন, জনগণ এটা হতে দেবে না।

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

ফকরুল বলেন, সরকার মামলা-মোকদ্দমা করে বিএনপিকে মোকাবিলা করছে। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বশ করে হেফাজতকে কাছে টানছে সরকার। দেশের হাওর অঞ্চলের ফসলহানি হওয়া দুর্গতদের অবিলম্বে সাহায্য পাঠানোর তাগিদও দেন বিএনপির এই মহাসচিব।

উজান থেকে নেমে আসা ঢলে দেশের হাওর অঞ্চলের ব্যাপক ফসলহানিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ ও ঐ সব এলাকা পরিদর্শন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্গত অঞ্চলের সেসব দুর্দশার কথা বলতেই এই সংবাদ সম্মেলন।

ফখরুল বলেন, আবারও নতুন করে তাদের দলের নেতাকর্মীদের ওপর নেমে আসছে মিথ্যা মামলার খড়্গ, যা উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, ভোটের আগে ইসলামী দলগুলোকে প্রতিশ্রুতি দেওয়া আওয়ামী লীগের নতুন নীতি নয়।

বিএনপির মহাসচিব দাবি জানান, ক্ষতিগ্রস্ত হাওর এলাকাকে অবিলম্বে দুর্গত এলাকা হিসেবে ঘোষণা করার, পুরোনো কৃষি মওকুফ, দলীয় প্রভাবমুক্ত হয়ে ত্রাণ বিতরণ ও সুদবিহীন ঋণ দেওয়ার।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G