পুলিশের ‘ব্লক রেইড’ অভিযান রাজশাহীতে

প্রকাশঃ এপ্রিল ২৫, ২০১৭ সময়ঃ ১:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৮ অপরাহ্ণ

রাজশাহী নগরীর রাজপাড়া থানার পূর্ব হড়গ্রাম এলাকা ঘিরে জঙ্গি, সন্ত্রাসী ও মাদকবিরোধী `ব্লক রেইড’ (চারপাশ থেকে) অভিযান চালাচ্ছে পুলিশ।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, হরগ্রাম পূর্বপাড়া এলাকা ঘিরে সকাল সাড়ে ১০টার দিকে তাদের এই ‘ব্লক রেইড’ শুরু হয়।

পুলিশ সদস্যরা ঐ এলাকার কয়েকটি বাড়ি ঘিরে রেখেছেন। রাস্তায় যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রায় দুই কিলোমিটার এলাকার ভেতরে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হচ্ছে।

তবে মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, এলাকায় জঙ্গি থাকার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে জঙ্গি থাকতে পারে, এই সন্দেহে তাঁরা ব্লকরেইডটি পরিচালনা করছেন। এলাকায় লোকজনের চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। রাজশাহী সিটি বাইপাস সড়ক থেকে যেসব রাস্তা পূর্ব হড়গ্রাম এলাকার ভেতরে গেছে, সেসব রাস্তা দিয়ে ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ। এলাকার বাসাবাড়ির লোকজন বের হচ্ছে না। সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ মুঠোফোনে জানিয়েছেন, নির্দিষ্ট কোনো বাড়ি নয়, ঐ এলাকাটি ঘিরে ‘ব্লক রেইড’ করা হচ্ছে। তল্লাশি চালানো হচ্ছে প্রায় প্রতিটি বাড়িতেই।

অভিযান শেষ হওয়ার আগে ক্যামেরার সামনে কথা বলবেন না বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল আলম। তবে তিনি বলছেন, অভিযান শেষ হলে সংবাদমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G