সাংবিধানিক শূন্যতা তৈরির জন্যই বিএনপি নির্বাচনে যায়নি

প্রকাশঃ মে ৭, ২০১৭ সময়ঃ ৬:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২২ অপরাহ্ণ

শরীফ ইকবাল রাসেল, নরসিংদী প্রতিনিধি:

আমির হোসেন আমু

দেশে সাংবিধানিক শুন্যতা তৈরি করার জন্যই বিএনপি বিগত নির্বাচনে অংশগ্রহণ করেনি। যারা নির্বাচনে অংশ নেয়নি তারা আবার বলে, নির্বাচন সুষ্ঠু হয়নি। তারা নির্বাচনে অংশ না নিয়ে কীভাবে বুঝলো নির্বাচন সুষ্ঠু হয়নি।

আজ রোববার নরসিংদীর মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিস্তা চুক্তি হবেই। তিনি বিগত বিএনপির সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, আপনি খালেদা জিয়াতো দেশের দুই বারের প্রধানমন্ত্রী ছিলেন। তখন আপনি ফারাক্কা নিয়ে কথা বলার জন্য ভারতে গেছেন আর ফিরে এসে সাংবাদিকদের কাছে বলেন ফারাক্কার কথা বলতে ভুলে গেছি, আর আপনারা আমাদের নিয়ে এখন সমলোচনায় ব্যস্ত।

তিনি আরো বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারতো মাত্র ১৩ বছর দেশ পরিচালনা করেছে। বাকী ২৭ বছরতো দেশে আরো সরকার ছিলো তারা দেশের জন্য কি কাজ করেছে জনগণ তা বলতে পারবে। বিএনপি সরকারের আমলে দেশে জঙ্গী তৎপরতা বৃদ্ধি পেয়েছে, ক্ষমতায় এসেছে যুদ্ধাপরাধীরা, খুন হয়েছেন দেশের সেনা বাহিনীর সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এতে করে বাংলার মানুষ এখন সুখের সাগরে ভাসছে। বাংলাদেশ খাদ্য আমদানীল দেশ নয় এখন রপ্তানীর দেশ। আমাদের নিজস্ব অর্থায়নে পদ্ধাসেতু হচ্ছে এটা পৃথিবীর ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।

জেলা আওয়ামী যুব লীগের সভাপতি একরামুল ইসলামের সভাপতিত্বে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী সম্মেলনের উদ্বাধনী বক্তৃতায় বলেন, তোষামোদী আর খোষামোদীর দল যুবলীগ নয়। যারা এসব করে তাদের জায়গা যুবলীগে নয়। যুবলীগ করতে হলে কর্মসূচী দিতে হবে, দলকে শক্তিশালী করতে হবে। আর সংগঠনকে শক্তিশালী করতে দেশের মেধাবী ত্যাগী আর কর্মঠ যুবদের বেছে নিয়ে কমিটি গঠন হচ্ছে। কমিটি গঠনের জন্য সম্মেলন নয়, সম্মেলন হচ্ছে কর্মীদের সাথে সমন্বয় করার জন্য।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় গোস্বামীর উপস্থাপনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: হারুনুর রশীদ।

সম্মেলনে অতিথি হিসেবে বক্তৃতা করেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী লে: কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীরপ্রতিক), মনোহরদী-বেলাব আসনের সংসদ সদস্য এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, শিবপুর আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য এ বি এম রিয়াজুল কবীর কাউসার, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান, শিবপুরের সাবেক এমপি জহিরুল হক ভূইয়া মোহন, পলাশের সাবেক এমপি ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G