চন্দনাইশে খালেদার ভুয়া জন্মদিন পালন প্রতিহত করা হবে

প্রকাশঃ আগস্ট ১৫, ২০১৭ সময়ঃ ১২:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৩ অপরাহ্ণ

চন্দনাইশ প্রতিনিধি:

বাংলাদেশের মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দিনে চন্দনাইশের কোথাও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করতে দেয়া হবে না। বিএনপি নেতা-কর্মীরা যদি উপজেলার কোথাও খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালনের চেষ্টা করে; তবে এলাকার জনসাধারণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন কাউন্সিলর মোঃ আবু তৈয়্যব।

সোমবার (১৪ আগষ্ট) দুপুরে বুলারতালুক এলাকায় নিজ বাসভবনে স্থানীয় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে এই হুঁশিয়ারী উচ্চারণ করেন চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবু তৈয়্যব।

তিনি আরো বলেন, শোকাবহ আগষ্ট মাসে পুরো দেশবাসী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী পালন করে বাংলাদেশের মহান স্থপতির স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে স্বপরিবারে কাপুরুষোচিত পন্থায় হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরত এনে ফাঁসি কার্যকরের দাবি জানাচ্ছি। এদিকে বাঙালি জাতির শোকাবহ ১৫ আগষ্টের এই দিনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালন করে বঙ্গবন্ধুকে অবমাননা করে আসছেন। আমরা তা প্রতিহত করতে প্রস্তুতি।

মতবিনিময়কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি আহমদ ছফা স্মৃতি পরিষদ সভাপতি লেখক ও প্রাবন্ধিক মহিউদ্দিন খোকন, ওয়ার্ড আ.লীগ সাবেক সভাপতি আহমদুর রহমান চট্টলী, মাষ্টার সামছুল ইসলাম, মুহাম্মদ নুরুল আলম, ওয়ার্ড আ.লীগ সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল, মোহাম্মদ আলী সওদাগর, যুবলীগ নেতা মোঃ সোহেল, ছাত্রলীগ নেতা মোহাম্মদ মামুন, মোঃ আজম প্রমুখ।

বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৫ আগষ্ট (মঙ্গলবার) বিকালে বুলার তালুক এলাকার একটি কমিউনিটি সেন্টারে কাউন্সিলর আবু তৈয়্যব এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের প্যানেল স্পীকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী, চন্দনাইশ পৌরসভা মেয়র মাহবুবুল আলম খোকা, উপজেলা আ’লীগ সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহম্মদ চৌধুরী জুনু, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব তৌফিক আহমদ চৌধুরী, চন্দনাইশ পৌরসভা আ.লীগ সভাপতি কায়সার উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম (সিবিএ) বিমান শ্রমিক লীগ সভাপতি এফ.এম দিদারুল আলম চৌধুরী প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/শাআ

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G