চাকসু নির্বাচন: দুই দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ১৬৯ জন

প্রথম প্রকাশঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫ সময়ঃ ৬:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দুই দিনে মোট ১৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) প্রথম দিনে ২৮ জন প্রার্থী ফরম নেন—এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ১৮টি ও হল সংসদের জন্য ১০টি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনে মনোনয়নপত্র সংগ্রহ আরও বেড়ে দাঁড়ায় ১৪১-এ। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৭১ জন এবং হল সংসদের জন্য ৭০ জন ফরম সংগ্রহ করেন। হলের মধ্যে ছাত্র হল থেকে ২৫ এবং ছাত্রী হল থেকে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন সোমবার বিকেল পৌনে ৫টার দিকে বলেন, ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা আশাবাদী, শিক্ষার্থীদের জন্য একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক চাকসু নির্বাচন উপহার দিতে পারব।

এদিকে দ্বিতীয় দিনে জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) চবি শাখার নেতারা এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, যদিও দলীয় প্যানেল এখনো ঘোষণা করা হয়নি। অন্যদিকে ইসলামী ছাত্রশিবিরের কোনো প্রার্থী এখনো ফরম সংগ্রহ করেননি।

চাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ চলবে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। আসন্ন বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর, যেখানে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪ জন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বশেষ

সর্বাধিক পঠিত

20G