চাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম নিলেন জুলাই আন্দোলনে চোখ হারানো শুভ

প্রথম প্রকাশঃ সেপ্টেম্বর ১৭, ২০২৫ সময়ঃ ১:২৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন ফর্ম নিয়েছেন জুলাই আন্দোলনে চোখ হারানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো. শুভ হোসেন। ২০২৪ সালে ফেসিস্ট বিরোধী আন্দোলনে ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুরে ছাত্রলীগের গুলিতে চোখ হারান তিনি।

মঙ্গলবার চাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিনে চাকসুর প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে ফর্ম সংগ্রহ করেন শুভ।

চোখ হারানো এই শিক্ষার্থী সমাজসেবার প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। টাইমস অব বাংলাদেশকে তিনি বলেন, কাঙ্খিত রাজনৈতিক পরিবর্তন না হওয়ার নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করতে চাই। দলান্ধতা ও রাজনৈতিক দূর্বৃত্তায়নের বাইরে গিয়ে স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য।

তিনি আরও বলেন, চোখ ভালো হবে না, কিন্তু আমি বাঁচতে চাই। সমাজে পরিবর্তন আনতে চাই।

গত ১৬ জুলাই মুরাদপুরে ছাত্রলীগের গুলিতে ডান চোখে গুরুতর আহত হন শুভ হোসেন। বুলেটটি তার চোখের ভেতরে তিন স্তর অতিক্রম করে গিয়ে আটকে যায়, যা চিকিৎসকরা বের করতে সক্ষম হননি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা চক্ষু ইনস্টিটিউটে চিকিৎসা নেওয়া হলেও তার চোখ আর ফেরেনি।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে দুই লাখ টাকা সহযোগিতা এবং আরও তিন লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেলেও চিকিৎসা পূর্ণ হয়নি। বর্তমানে তাকে আজীবন এক চোখ নিয়েই বেঁচে থাকতে হবে।

শুভর শৈশবের লক্ষ্য ছিল পুলিশ ক্যাডারে যোগ দেওয়া। তবে চোখ হারানোর পর সেই স্বপ্ন ভেঙে যায়। এরপর তিনি নতুনভাবে সমাজসেবার পথে হাঁটার সিদ্ধান্ত নেন। প্রতিষ্ঠা করেন “দৃষ্টিদান” নামের একটি সংগঠন, যার মাধ্যমে মানবাধিকার, শিক্ষা ও পরিবেশ নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছেন তিনি। দেশের ৬৪ জেলায় কমিটি গঠন করার পরিকল্পনাও রয়েছে তার।

লক্ষ্মীপুর সদরের মধ্যবিত্ত পরিবারে জন্ম শুভ হোসেনের। চার ভাইবোনের মধ্যে তিনি সবচেয়ে ছোট। একজন ভাই আইনজীবী, আরেকজন ব্যাংক কর্মকর্তা। তিনি এসএসসি পাস করেন ভবানীগঞ্জ বহুমুখী বিদ্যালয় থেকে এবং এইচএসসি অক্সফোর্ড মডেল কলেজ, লক্ষ্মীপুর থেকে।

জুলাইয়ের ঘটনার পর আহতদের নিয়ে কোনো আনুষ্ঠানিক কর্মসূচিতে তাকে প্রায়ই আমন্ত্রণ জানানো হয় না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে শুভ বলেন, জুলাইয়ের আহতরা দেশের সম্পদ। তাদের দলীয় পরিচয়ে কুক্ষিগত করা উচিত নয়।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বশেষ

সর্বাধিক পঠিত

20G