এখন ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ

প্রথম প্রকাশঃ সেপ্টেম্বর ২১, ২০২৫ সময়ঃ ১:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫১ পূর্বাহ্ণ

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লাল-সবুজ পতাকার উল্লাসে ভেসেছে গ্যালারি। সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে এশিয়া কাপ ফাইনালের দৌড়ে টিকে থাকল বাংলাদেশ। জয়েই ঢাকা পড়ল শরীফুল ইসলামের ব্যর্থ ওভার কিংবা হাতছাড়া হওয়া কয়েকটি ক্যাচের হতাশা।

মোস্তাফিজুর রহমান আবারও ছড়ালেন আলো। শুরুতে লিটন দাস ও পরে তাওহিদ হৃদয়, সাইফ হাসান একে একে গড়েছেন বাংলাদেশের জয়ের ভিত। শ্রীলঙ্কার ইনিংস থেমে যায় ১৬৮ রানে, যেখানে মোস্তাফিজ একাই নিলেন ৩ উইকেট এবং স্পর্শ করলেন সাকিব আল হাসানের রেকর্ড।

লক্ষ্য তাড়ায় শুরুতে ব্যর্থ হন তানজিদ হাসান। তবে লিটন–সাইফ জুটি ৫৯ রান এনে ম্যাচের নিয়ন্ত্রণ ফেরান। সাইফ তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টি–টোয়েন্টি ফিফটি (৬১ রান)। এরপর হৃদয়ের ঝোড়ো ব্যাটিং বাংলাদেশের জয় নিশ্চিত করে। শেষ দিকে সামান্য নাটকীয়তা তৈরি হলেও নাসুম আহমেদের জয়সূচক রান ও শামীম হোসেনের উল্লাসেই ম্যাচ শেষ হয়।

এই জয়ে নতুন করে ফাইনালের স্বপ্ন দেখছে লিটন দাসের দল। সামনে টানা দুটি বড় ম্যাচ—বুধবার ভারতের বিপক্ষে, পরদিন পাকিস্তানের বিপক্ষে। অন্তত একটি জয় পেলেই ফাইনালে খেলার সুযোগ মিলতে পারে। তবে ভারত ও পাকিস্তানের কাউকেই হারাতে না পারলে ফাইনাল স্বপ্ন হয়তো এখানেই থেমে যাবে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G