ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়ি অস্থিতিশীল: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রতিক্ষণ ডেস্ক
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে ভারতের অথবা ফ্যাসিস্ট চক্রের ইন্ধন রয়েছে। তিনি অভিযোগ করেন, পাহাড়ে কিছু সন্ত্রাসী অবস্থান নিয়ে গুলি চালাচ্ছে এবং এসব অস্ত্র প্রায়ই দেশের বাইরে থেকে আসে।
সোমবার রাজধানীর পুরাতন রমনা থানা চত্বরে নবনির্মিত কয়েকটি থানার ভবন উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনে সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে একটি মহল পূজা উৎসবকে ব্যাহত করার চেষ্টা করছে বলেও তিনি সতর্ক করেন।
খাগড়াছড়ির পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “এটি উদ্দেশ্যমূলকভাবে অস্থিতিশীল করার চেষ্টা। ভারত কিংবা ফ্যাসিস্ট গোষ্ঠীর ইন্ধন রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।” এ সময় তিনি জানান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ঘটনাস্থলে থেকে পরিস্থিতি সামলাচ্ছেন।
উপদেষ্টা আরও বলেন, কিছু পর্যটক এখনো সেখানে আটকা পড়লেও বেশিরভাগই নিরাপদে ফিরে এসেছেন।
এর আগে রোববার খাগড়াছড়ির গুইমারা উপজেলায় নিরাপত্তা বাহিনী, সেটলার বাঙালি এবং ইউপিডিএফ কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন পাহাড়ি নিহত হন। এ ঘটনায় ১৩ সেনাসহ বহু মানুষ আহত হন। সংঘর্ষ চলাকালে রামসু বাজারের বেশ কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করা হয়।
ঘটনার পর ‘জুম্ম ছাত্র-জনতা’ নামে একটি সংগঠন রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে। এর আগের দিন শনিবার ধর্ষণবিরোধী অবরোধ চলাকালে খাগড়াছড়িতে একাধিক দফায় সংঘর্ষ হয়েছিল।












